ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫জন জেলেকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও ৩ হাজার মিটার জাল আগুন পুড়ে ধ্বংস করা হয়েছে।
গতকাল শনিবার উপজেলার মেঘনা নদীতে অবৈধভাবে ইলিশ মাছ ধরায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন।
উপজেলা মৎস কর্মকর্তা ও নবীনগর থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার্বিক সহযোগীতা করেন। এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন জানান, মেঘনা নদীতে অবৈধভাবে ইলিশ মাছ ধরার সময় পাঁচজন জেলেকে ৩ হাজার মিটার জাল আটক করে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং জব্দকৃত সকল জাল আগুন পুড়ে ধ্বংস করা হয়। এধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি।