মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
শাহজালালে ৪০ মিনিট পর ফ্লাইট ওঠানামা শুরু
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০২২, ১১:২৬ অপরাহ্ন

কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ রানওয়েতে আটকে পড়ায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ৪০ মিনিট উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) রাত আটটার দিকে রানওয়ে থেকে উড়োজাহাজটি সরানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এসময়ে ১৫টি উড়োজাহাজের ওঠানামা বিলম্বিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাতার এয়ারওয়েজের উড়োজাহাজটির কারণে ফ্লাইট ওঠানামা বিলম্বিত হয়। সেটি সরানোর পর রানওয়েতে উড়োজাহাজ ওঠানামার কার্যক্রম স্বাভাবিক হয়েছে।

বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, সন্ধ্যা ৭টা ১০ মিনিটের পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ অবতরণ করে। পরে তা রানওয়ে থেকে সরানো যাচ্ছিল না। এতে উড়োজাহাজের ওঠানামা বিলম্বিত হয়।

গ্রুপ ক্যাপ্টেন কামরুল বলেন, “কাতার এয়াওয়েজের উড়োজাহাজটি নিরাপদে অবতরণের পর পাইলট আমাদের কাছে টোয়িং সহায়তা চান। আমরা সেভাবে তাদেরকে সহায়তা দিয়েছি। উড়োজাহাজটি ৪০ মিনিট পর রানওয়েতে থেকে সরানো হয়েছে।”

-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft