প্রকাশ: বুধবার, ২৭ জুলাই, ২০২২, ৯:২৩ অপরাহ্ন
অনলাইনে ২ মিনিটে টিকিট শেষ হওয়া, কালোবাজারে বিক্রি ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে শিক্ষার্থীদের রেললাইন অবরোধের দুই ঘণ্টা পর ঢাকার উদ্দেশে রাজশাহী ছেড়েছে পদ্মা এক্সপ্রেস। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ট্রেনটি রাজশাহী ছেড়ে যায়।
ভর্তিচ্ছুদের দাবির মুখে ৩টি অতিরিক্ত কোচ যুক্ত করে আড়াই ঘণ্টা পর রাজশাহী ছেড়েছে পদ্মা এক্সপ্রেস। তবে ট্রেনটি ছাড়ার কথা ছিল বিকেল ৪ টায়। আন্দোলনের পর ট্রেন পেয়ে উচ্ছ্বস প্রকাশ করতে দেখা গেছে ভর্তিচ্ছুদের।
পশ্চিমাঞ্চল রেলের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার বলেন, আমরা শিক্ষার্থীদের নিয়ে যাওয়ার জন্য আগেই অতিরিক্ত ২টি কোচ সংযোজন করেছিলাম। তাতেও তাদের স্থানসংকুলান হচ্ছিল না। তারা চাইছিল সবাই একসঙ্গে যাবেন। কিন্তু একসঙ্গে এত সংখ্যক যাত্রী পাঠানো সম্ভব না।
আরেকটি ট্রেন থেকে কোচ এনে পদ্মায় সংযোজন করা হয়েছে। তাতে অন্তত দুই শতাধিক শিক্ষার্থী যেতে পেরেছেন। বাকিদের রাতের ধুমকেতু এক্সপ্রেসে যেতে হবে। সবাইকে তো ট্রেনে পাঠানো সম্ভব না। বিকল্প যানবাহন ব্যবহার করার অনুরোধ করেছি। তবে দেরিতে ট্রেন ছাড়ায় শিডিউল বিপর্যয় হওয়ার শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এ ট্রেনটি আজ ঢাকা গিয়ে আগামীকাল রাজশাহী আসবে। দেরিতে ছাড়ায় রাজশাহী-ঢাকা রুটে ট্রেনে শিডিউল বিপর্যয় হতে পারে।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে আসা ভর্তিচ্ছুরা পরীক্ষা শেষে ঢাকায় ফেরার জন্য ট্রেনের টিকিট না পেয়ে রেললাইনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ ঘটনায় পদ্মা এক্সপ্রেস ট্রেনটি আড়াই ঘণ্টা দেরিতে রাজশাহী ছাড়ে।
-জ/আ