বুধবার ২৭ নভেম্বর ২০২৪ ১২ অগ্রহায়ণ ১৪৩১
 

‘নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে’    গৃহকর্মী হত্যার অভিযোগে বনশ্রীতে বাড়িতে আগুন    ২০২৩ সালে দেশে এইডসে ২৬৬ জনের মৃত্যু     নিউজিল্যান্ডে আরেকটি ঐতিহাসিক জয় টাগইগারদের     নির্বাচন বাধাদানকারীদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞার আহ্বান ওবায়দুল কাদেরের    হবিগঞ্জের ডিসি ও তিন ওসিকে প্রত্যাহারের নির্দেশ ইসির    ভোট ঠেকানো গণতান্ত্রিক অধিকার নয়: ডিএমপি কমিশনার   
চবি ক্যাম্পাসে শিক্ষার্থী যৌন নিপীড়নের শিকার
প্রকাশ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ৬:২৯ অপরাহ্ন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে এক শিক্ষার্থী যৌন নিপীড়নের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই তরুণী বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসে অভিযোগ দিয়েছেন। অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া।

প্রথম বর্ষের ওই শিক্ষার্থী রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন এলাকায় যৌন হয়রানির শিকার হন বলে জানিয়েছেন।

নিপীড়নের শিকার ওই শিক্ষার্থীর এক বন্ধু বলেন, “আরেক বন্ধুর সঙ্গে হলে ফেরার সময় রাত সাড়ে ৯টার সময় হতাশার মোড় এলাকায় তাদের আটকায় ৫ জন অজ্ঞাত যুবক। তারা জোর করে দুজনকে বোটানিক্যাল গার্ডেন এলাকায় নিয়ে যায়। সেখানে বিবস্ত্র করে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে এবং সেটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেয়।

ওই পাঁচ যুবক মেয়েটিকে ধর্ষণের চেষ্টাও করেছিল জানিয়ে তার বন্ধু বলেন, “তাতে বাঁধা দিলে তারা মারধর করে। প্রায় ১ ঘণ্টা তারা এভাবে নির্যাতন করে।” ওই শিক্ষার্থী গত সোমবার প্রক্টর অফিসে মৌখিক অভিযোগ করেন। গতকাল মঙ্গলবার লিখিত অভিযোগ দিতে যাচ্ছেন তিনি।

প্রক্টর রবিউল হাসান বলেন, “বোটানিক্যাল গার্ডেন এলাকায় এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ এসেছে। মেয়েটি বলেছে, দুর্বৃত্তরা ঘটনার পর দুটি মোটরসাইকেলে করে চলে যায়। আমরা তার দেওয়া তথ্যানুসারে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছি।”

-জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft