প্রকাশ: সোমবার, ৯ মে, ২০২২, ৩:৩৬ অপরাহ্ন
ফেনীতে পৃথক তিনটি অভিযানে ৪ হাজার ৪৮৪টি ইয়াবা বড়ি ও ২৩ কেজি গাঁজাসহ চার জনকে গ্রেপ্তার-করেছে র্যাব।
তারা হলেন- কক্সবাজারের টেকনাফের হোয়াইকং এলাকার মো. আবদুল হান্নান (২২), নোয়াখালীর বেগমগঞ্জের হাজিপুরের মো. জাকির হোসেন (২৩), জামালপুরের পশ্চিম আড়ংহাটির মো. ফরহাদ আলী (২৫) ও বাগেরহাটের বাটছালা এলাকার মো. দুলাল মিয়া (৪৬)। রোববার রাতে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার রামপুর ও মহিপাল উড়ালসেতু এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদকদ্রব্য বহনের অভিযোগে একটি কভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, রোববার রাতে ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক এলাকায় অভিযান নচালিয়ে মো. আবদুল হান্নান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার ও তার প্যান্টের পকেট থেকে ৪ হাজার ৪৮৪টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
একই রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার রামপুর এলাকায় অভিযান চালিয়ে মো. জাকির হোসেন (২৩) ও মো. ফরহাদ আলীকে (২৫) গ্রেপ্তার এবং চালকের আসনের পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৩ কেজি গাঁজা উদ্ধার ও ফেনী সদর উপজেলার মহিপাল উড়াল সেতুর নীচে অভিযান চালয়ে ১০ কেজি গাঁজাসহ মো. দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
এ সময় মাদকদ্রব্য পরিবহনের অপরাধে একটি কভার্ডভ্যান জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে ফেনী সদর মডেল থানায় তিনটি পৃথক মামলা দায়ের ও তাদেরকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
র্যাব-৭, ফেনী ক্যাম্পের অধিনায়কের এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনটি পৃথক অভিযানে ৪ হাজার ৪৮৪টি ইয়াবা বড়ি ও ২৩ কেজি গাঁজাসহ চার জনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করা হয়েছে।