সাড়ে ১২ হাজার লিটার সয়াবিন তেল মজুদ করে অতিরিক্ত মূল্যে বিক্রি করার দায়ে গোপালগঞ্জের মেসার্স মন্ডল ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন গোপালগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক শামীম হাসান। এ সময় তার সাথে ছিলেন জেলা বাজার কর্মকর্তা মো: আরিফ হোসেন।
আজ সোমবার সকাল সাড়ে এগারোটার দিকে বাজার তদারকিকালে কর্মকর্তারা দেখতে পান মেসার্স মন্ডল ট্রেডার্স মূল্য তালিকা না টানিয়ে এবং কৃত্রিম সংকট তৈরী করে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করছে।
এসময় তারা মেসার্স মন্ডল ট্রেডার্সের গুদামে তল্লাশি চালিয়ে ৬৪ ব্যারেল সয়াবিন তেল খুঁজে পান। প্রতিটি ব্যারেলে ১৯৬ লিটার করে তেল রয়েছে জানিয়ে জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা ঘোষনা করেন।
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |