হাতীবান্ধায় ইউপি চেয়ারম্যানের উপর হামলা
থানায় পাল্টাপাল্টী অভিযোগ
হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৫:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২, ৫:৫৫ অপরাহ্ন
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার কেতকীবাড়ী এলাকায় বাঁশ কাটাকে কেন্দ্র করে নওদাবাস ইউপি চেয়ারম্যান ফজলুল হক সহ তার পরিবারের লোকজনের উপর হামলা করার অভিযোগ উঠেছে জাহেদুল ইসলাম গং এর বিরুদ্ধে। স্থানীয় থানায় উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ।
অভিযোগ সুত্রে জানাগেছে, বুধবার উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ী এলাকায় নিজ ভোগদখলীয় জমিতে নওদাবাস ইউপি চেয়ারম্যান ফজলুল হকের ভাই মিজানুর রহমান বাঁশ কাটতে গেলে জাহেদুল ইসলাম গং জমি নিজের মালিকানা দাবী করে, উক্ত বাঁশ কাটতে নিষেধ করে। রবিউল ইসলাম বিষয়টি ইউপি চেয়ারম্যানকে জানান। ইউপি চেয়ারম্যান কারণ জানতে চাইলে জাহেদুল তর্কবিতর্ক শুরু করে এক পর্যায়ে চেয়ারম্যানকে আক্রমন করেন।
অপরদিকে জাহেদুলের স্ত্রী নুরজাহান বেগম বাদি হয়ে বুধবার রাতে নওদাবাস ইউপি চেয়ারম্যান ফজলুল হকসহ ২০ জনের নামে থানায় একটি অভিযোগ দেন। এ বিষয়ে জাহিদুল ইসলাম বলেন, আমার ক্রয়কৃত ৪ শতক জমির বাঁশ কাটতে এসেছিল ফজলুল হক চেয়ারম্যানসহ তার লোকজন। আমি বাধা দিতে গেলে তারা আমাকেসহ আমার স্ত্রী সন্তানকে মারধোর করে বাঁশ কেটে নিয়ে যায়। হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, এবিষয়ে পাল্টাপাল্টি দুটি অভিযোগ পেয়েছি। তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।