প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৯:৩০ অপরাহ্ন
আমেরিকা অ্যাম্বাসির প্রজেক্ট হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘প্রজন্ম ওয়েভ চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকেল ৪ টায় বিশ^বিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনে এ চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়।
উৎসবের আয়োজন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (আরইউসিসি)। প্রদর্শনীতে প্রজন্ম ওয়েভের সচেতনতামূলক ৩ টি শর্টফিল্ম দেখানো হয়।
চলচ্চিত্র প্রদর্শনীর শুরুতে দেখানো হয়, বাশার জর্জিসের পরিচালনায় নির্মিত মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক শর্টফিল্ম ‘মর্নিং কফি’। তারপর দেখানো হয় বদরুল আনাম সৌদ পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার বিষয়ক শর্টফিল্ম ‘হাওয়ায় ভাসা ভালোবাসা’। সর্বশেষ বাশার জর্জিস পরিচালিত অসাম্প্রদায়িকতা বিষয়ক শর্টফিল্ম ‘দেয়াল’ প্রদর্শনির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রতিটি শর্টফিল্ম শেষে দর্শকদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নির্মাতারা। সেইসাথে ফিল্ম সম্পর্কে অনেকে ব্যক্তিগত অভিব্যক্তি ব্যক্ত করেন। এসময় আমেরিকান অ্যাম্বাসির কর্মকর্তা, শর্টফিল্ম নির্মাতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আরইউসিসির সভাপতি-সম্পাদকসহ বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।