প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৯:২৮ অপরাহ্ন
ফেনীতে আম্মানী বিল্ডার্সের পৃষ্ঠপোষকতায় ও জেলা পুলিশের আয়োজনে বৃহস্পতিবার ফেনী ভাষা শহীদ সালাম স্টেডিয়ামে স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় ছাগলনাইয়া উপজেলা একাদশকে ট্রাইব্রেকারে ৩-২ গোলে পরাজিত করে ফেনী সদর উপজেলা একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
খেলার দ্বিতীয়ার্ধে ছাগলনাইয়া উপজেলা একাদশ একটি গোল করে। তবে, অপসাইয়েড ধরে র্যাপারী গোলটি বাতিল করার ঘটনা নিয়ে সমর্থক ও খেলোয়াড়দের মধ্যে তীব্র উত্তেজনার কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। টুনামেন্টের পৃষ্ঠপোষক ও আম্মানী বিল্ডার্সের সত্বাধিকারী ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে আবারো খেলা শুরু হলে গোলশূন্যভাবে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়।
ফেনীর পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী-১ আসনের এমপি শিরীন আখতার, ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
উল্লেখ্য, গত ২১ মার্চ ফেনী জেলার চারটি ভেন্যুতে জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভা একাদশ এবং পুলিশের একটি দলসহ ১২টি দলে দেশী-বিদেশী খেলোয়াড়দের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনে নকআউট পদ্ধতিতে টুনামেন্ট শুরু হয়েছিল।