জীবনসঙ্গীর খোঁজে তামান্না ভাটিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৫৫ পিএম আপডেট: ১৩.০৯.২০২৫ ১১:৪৫ এএম

কয়েক মাস আগে বলিউড অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে প্রেমের সম্পর্ক শেষ করেছেন দক্ষিণী ও বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। আলাদা হলেও একসময়ের এই জনপ্রিয় জুটি কখনো একে অপরের প্রতি কটূক্তি করেননি। 

যদিও বিচ্ছেদের সঠিক কারণ নিয়েও এখন পর্যন্ত দুজনের কেউই মুখ খোলেননি।

অভিনয় জগতটাই তো আমার সবকিছু : শ্রাবন্তী

প্রেমের জীবনে আপাতত ইতি টানলেও অভিনয়ে তামান্না ভাটিয়া এখনো দুর্দান্ত সময় কাটাচ্ছেন। এরই মধ্যে তিনি নতুন এক ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে জীবনসঙ্গী হিসেবে আরও ভালো হতে চান। এই বক্তব্যের মাধ্যমে কি তামান্না ভাটিয়া পরোক্ষভাবে তার ও বিজয় ভার্মার সম্পর্কের শেষের বিষয়টি প্রমাণ দিয়েছেন, তা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

দুজনের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়ার মধ্যে বিয়ে সংক্রান্ত মতপার্থক্য ছিল। অভিনেত্রী বিয়ে করে স্থায়ীভাবে জীবন গড়তে চাইছিলেন, কিন্তু বিজয় তখনই বিয়ে করতে রাজি ছিলেন না। বিচ্ছেদের পর অভিনেতার নতুন সম্পর্ক নিয়েও জল্পনা সৃষ্টি হয়েছে।

আবারও ইউএনডিপির শুভেচ্ছাদূত হলেন জয়া

বিচ্ছেদজনিত যন্ত্রণা সামলে উঠতেও রীতিমতো কষ্ট পেতে হচ্ছে তামান্না ভাটিয়াকে। তবে ভালোবাসার ওপর তার আস্থা হারায়নি। এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমি দুর্দান্ত জীবনসঙ্গী হতে চাই। এই খোঁজেই রয়েছি।’

পূজায় কলকাতায় কাটাবেন জয়া, বললেন- ‘এটা আমার দ্বিতীয় বাড়ি’

তামান্না আরও বলেন, ‘আমার সঙ্গে থাকা মানুষটার যেন মনে হয়, সে গত জীবনে অনেক পুণ্য করেছে, তাই আমি তাকে পেয়েছি। জানি না সেই সুখী পুরুষটি কে হবেন, তবে আমি নিজেকে আরও ভালো করার চেষ্টা করছি।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিনোদন   বলিউড   তামান্না ভাটিয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft