সিনেমাকে ‘বিদায়’ জানালেন অনন্ত বর্ষা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১:৫২ পিএম

২০০৮ সালে প্রযোজনা ও অভিনয়ের মাধ্যমে সিনেমায় এসেছিলেন অনন্ত জলিল। তখন থেকে তার প্রতিটি সিনেমায় সঙ্গে ছিলেন স্ত্রী বর্ষা। অনন্ত মূলত ছিলেন গার্মেন্ট ব্যবসায়ী। সাভারে চালাতেন বিশাল ফ্যাক্টরি। তার সেই ব্যবসায় ‘ধস’ নেমেছে। ১২ হাজার থেকে নেমে ফ্যাক্টরিতে কর্মী সংখ্যা এখন ৪ হাজার। ব্যবসায়িক সংকট কাটানোর আপ্রাণ চেষ্টায় আপাতত সেদিকেই মনোযোগ দিয়েছেন। তাই সিনেমাকে জানালেন ‘বিদায়’।

সম্প্রতি এমনটাই জানালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়ক-প্রযোজক অনন্ত জলিল। তিনি বলেন, ‘যখন কোনো কাজে সংকট থাকে, সেই কঠিন সময় কাটিয়ে উঠতে আমি সেদিকে ফোকাস করছি, এটা আমার ক্যারেক্টার। এখন ব্যবসা ভালো যাচ্ছে না, এদিকে নজর না দিয়ে সিনেমা নিয়ে পড়ে থাকলে সামনে আরও কঠিন অবস্থায় পড়ে যাব।’

আরও পড়ুন : নিখুঁত প্রতিশোধের নীলনকশা আঁকছেন জয়া!

স্ত্রী বর্ষাকে নিয়ে অনন্ত বলেন, ‘যখন সিনেমা করব আবার একসঙ্গে করব, না করলে দুজনের কেউ করব না। এটা তো আমাদের পেশা নয়, আমরা শখে কাজ করি।’

অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’ এবং ‘অপারেশন জ্যাকপট’ দুটি সিনেমা শুটিংয়ে ছিল। জাজের ব্যানারে মাসুদ রানা সিরিজের ‘চিতা’ নামের আরেক সিনেমার মহরত হলেও শুটিং হয়নি। এই সিনেমাগুলোর ভবিষ্যৎ কী? অনন্ত বলেন, ‘যদি কখনও ভালো সময় আসে করব, নইলে না।’

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft