সিরাজগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত, ৪ ঘন্টা সড়ক অবরোধ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১৪ পিএম

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার সড়কের পাশে একটি দোকানে ধাক্কা দিয়ে পাশে বসে থাকা দুই পথচারীকে চাঁপা দেয়। এতে হাফিজুর ইসলাম (৩২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো এক জন আহত হয়েছে। 

আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পর বিক্ষুদ্ধ জনতা ৪ ঘন্টা সড়ক অবরোধ করে রেখেছিল। নিহত হাফিজুর ইসলাম সদর উপজেলার কাশিয়াহাটা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বেপরোয়া গতির একটি প্রাইভেট কার হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মেশিনারিজ দোকানে সজোরে ধাক্কা দেয় এবং দোকানের পাশে বসে থাকা  দুজনকে চাপা দেয়। স্থানীয়রা দুজনকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল নেয়ার পর হাফিজুলকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল ও অপর আহত আমির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠায় রেফার্ড করে। এদের মধ্যে হাফিজুল এনায়েতপুর হাসপাতালে মারা যায়।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, “দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। পাইভেট কারের দুইজন যাত্রী স্থানীয় মসজিদে অবস্থান করেছেন। ৪ গন্টা যাবৎ বিক্ষুদ্ধ জনতা আঞ্চলিক সড়কটি অবরোধ করে রেখেছে। স্থানীয়দের সাথে কথা বলে সড়ক অবরোধ তুলে নেয়াসহ সমাধানের চেষ্টা করা হচ্ছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   সিরাজগঞ্জ   সড়ক দুর্ঘটনা   নিহত   সড়ক অবরোধ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft