প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১২:১০ পিএম

লোলাপালুজা ইন্ডিয়ায় অংশ নিয়ে প্যারিসিয়ান শিক স্টাইল লুকে নজর কাড়লেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। আন্তর্জাতিক এই সংগীত উৎসবে তিনি পরেছিলেন ফরাসি ফ্যাশন ব্র্যান্ড সান্দ্রো প্যারিসের পোশাক, যেখানে আধুনিকতা ও প্রেপি স্টাইলের সুন্দর মিশেল দেখা যায়।
সমসাময়িক ফ্যাশনকে নিজের মতো করে তুলে ধরতে ম্রুণাল বরাবরই সাবলীল। এদিন তার সাজ ছিল একেবারে সহজ অথচ পরিপাটি। তিনি পরেছিলেন একটি সাদা ট্যাঙ্ক টপ, যার ওপর ছিল নেভি রঙের কার্ডিগান-স্টাইল জ্যাকেট। জ্যাকেটের সোনালি বোতাম পুরো লুককে আরও স্মার্ট করে তোলে। এর সঙ্গে ধূসর রঙের প্লিটেড মিনি স্কার্ট পোশাকে যোগ করে হালকা ও প্রাণবন্ত ভাব।
অ্যাকসেসরিজ হিসেবে তিনি বেছে নেন অলয়া ব্র্যান্ডের একটি গাঢ় বারগান্ডি রঙের ছোট ব্যাগ, যা নিরপেক্ষ রঙের পোশাকে আলাদা আকর্ষণ তৈরি করে। সঙ্গে ছিল ছোট সোনালি হুপ কানের দুল, পাতলা নেকলেস ও হালকা আংটি—সবকিছুই ছিল পরিমিত ও মানানসই।
চুলে ছিল সাইড পার্টসহ স্বাভাবিক ঢেউ, যা তাকে দেখিয়েছে আরও স্বচ্ছন্দ ও এলিগ্যান্ট। মেকআপও ছিল খুব হালকা—নিউট্রাল আইশ্যাডো, নরম ল্যাশ, পিচ রঙের ব্লাশ এবং হালকা গোলাপি লিপস্টিক।
পুরো সাজটি সম্পূর্ণ করেন কালো রঙের অ্যাঙ্কল বুট দিয়ে। শক্ত হিলের এই জুতা উৎসবের জন্য যেমন আরামদায়ক, তেমনি লুককে দিয়েছে আধুনিক ফিনিশ।
সব মিলিয়ে, লোলাপালুজা ইন্ডিয়ায় ম্রুণাল ঠাকুর প্রমাণ করেছেন—সহজ পোশাক ও স্বাভাবিক সাজেও আধুনিক, আত্মবিশ্বাসী ও রুচিশীল ফ্যাশন লুক তৈরি করা যায়।
জ/ই