প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৪:৩৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ ভোটারদের প্রতি ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনার পাশাপাশি পথসভা, উঠান বৈঠক ও সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।
গণসংযোগকালে আবুল কালাম আজাদ বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ প্রতিশ্রুতির রাজনীতিতে প্রতারিত হয়ে আসছে। বারবার ভুল জায়গায় বিশ্বাস রাখার কারণে যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়নি। তিনি বলেন, “অনেকে কথা দিয়েছে, কিন্তু কেউ কথা রাখেনি। এবার ন্যায় ও সততার পক্ষে ভোট দেওয়ার সময় এসেছে।”
নিজের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত হলে জনগণকে তাঁর কাছে যেতে হবে না; জনপ্রতিনিধি হিসেবে তিনি নিজেই এলাকায় ঘুরে উন্নয়নের প্রয়োজন নির্ধারণ করবেন। তিনি আরও বলেন, “আমি যদি আমার দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থ হই, তাহলে ভবিষ্যতে আর কখনো ভোট চাইতে আসব না।”
এ সময় তিনি সাধারণ ভোটারদের কাছ থেকে এলাকার সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং আগামী দিনের রাজনীতি ও উন্নয়ন ভাবনা তুলে ধরেন।
পথসভা ও উঠান বৈঠকে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি মোস্তাফিজুর রহমান, থানা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান মমতাজ আলী সরকার, কর্মপরিষদের সদস্য অধ্যাপক আব্দুর রব সরকার, পাকা ইউনিয়ন জামায়াতের আমির সাহেব আলী, সেক্রেটারি আব্দুর রহমান, থানা শিবিরের সহ সাহিত্য সম্পাদক নাঈম ইসলাম, পাকা ইউনিয়ন শিবির সভাপতি জাফর আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা।
নেতারা বলেন, জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমেই সৎ, যোগ্য ও জনকল্যাণমুখী নেতৃত্ব প্রতিষ্ঠা সম্ভব। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
জ/দি