
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রাক্তন ছাত্র চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের গড়পাড়া বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বশেষ ৮ জনকে আটক করা হয়েছে। ধারণা করা যাচ্ছে বাংলা বর্ষবরণ পহেলা বৈশাখ এর আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠানের মোটিভ তৈরি করায় তার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- ১। খান মোঃ রাফি সৃজন ওরফে রাফু (১৮), পিতা- মৃত শাহীন খান সৃজন, মাতা- শিল্পী আক্তার, সাং- পাঞ্জনখাড়া, ইউপি- গড়পাড়া, থানা ও জেলা- মানিকগঞ্জ, ২। মোঃ আল আমিন খান তমাল (২২), পিতা- মোঃ আমজাদ খান , সাং-চান্দইর পীর সাহেব বাড়ী মোড় , থানা ও জেলা- মানিকগঞ্জ, ৩। মঈন উদ্দিন আহমেদ পিয়াস (২২), পিতা- মোঃ জামাল উদ্দিন আহমেদ তানিস, মাতা- মনোয়ারা বেগম , সাং- পাঞ্জন খাড়া, ইউপি- গড়পাড়া, থানা ও জেলা- মানিকগঞ্জ, ৪। মোঃ বাবুল হোসেন (৬০), পিতা- মৃত হায়াত আলী, মাতা- মৃত পূর্ন বিবি , সাং- বড় ষাট্টা , থানা ও জেলা- মানিকগঞ্জ, ৫। মোঃ মীর মারুফ (২১), পিতা- মৃত মীর নাসির উদ্দিন, মাতা- শামীমা আক্তার চায়না, সাং- দক্ষিন উথলী, থানা ও জেলা- মানিকগঞ্জ, ৬। মীর আমিনুর (২৬), পিতা- সাইদুর রহমান, মাতা- সালমা বেগম, সাং- দক্ষিন উথলী, থানা ও জেলা- মানিকগঞ্জ, ৭। মোঃ মোশারফ হোসেন (৪৮), পিতা- মোঃ রায়হান মল্লিক, মাতা- মোছাঃ শরিমন বেগম, সাং- অন্বয় পুর, থানা- শিবালয়, জেলা- মানিকগঞ্জ, ৮। সঞ্জিব ঘোষ (৪০), পিতা- সুনীল ঘোষ, মাতা- পুষ্প ঘোষ,সাং- পূর্ব দাশড়া , থানা- মানিকগঞ্জ সদর, জেলা-মানিকগঞ্জ।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ জানান, আমরা ঘটনার পর থেকে এ পর্যন্ত ৮ জনকে গ্রেফতার করেছি। আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।