মঙ্গলবার ২৯ এপ্রিল ২০২৫ ১৫ বৈশাখ ১৪৩২
 

আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৪:১৬ অপরাহ্ন

দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। এক ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ। 

তবে ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে নিজেক এই নির্মাতা নিয়ে গিয়েছে এক অনন্য জায়গায়।

২০২২ সালের শেষ দিকে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪-এর শেষ পর্ব প্রচারিত হয়। এরপর দুই বছর পেরিয়ে গেলেও সিজন-৫ আসেনি। অমির অন্য কাজের পাশাপাশি দর্শকদের অন্যতম এক চাওয়া ছিল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫। অবশেষে দর্শকদের সেই অপেক্ষার ইতি হতে যাচ্ছে। আসছে কোরবানি ঈদের পরেই প্রচার শুরু হবে  ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর।

সম্প্রতি ধারাবাহিকটিতে অভিনয় করা অন্যতম অভিনেতা আব্দুল্লাহ রানার সঙ্গে আলাপ হলে তিনি আরটিভিকে বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট’ নিয়ে দর্শকদের উম্মাদনা সত্যই প্রশংসা করার মত। দর্শকদের জন্য সুখবর হলো আমরা ইতোমধ্যে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শুটিং শুরু করেছি। সব ঠিক ঠাক থাকলে হয়তো কোরবানি ঈদের পর থেকে প্রচার শুরু হবে। 

সর্বপ্রথম ২০১৭ সালে প্রকাশিত হয় এ সিরিয়ালটি। কাজল আরেফিন অমি পরিচালিত এই নাটকের প্রতিটি পর্বই বেশ সাড়া ফেলেছে দর্শকদের মধ্যে। এই নাটকের আলোচিত চরিত্র পাশা, হাবু, শুভ, কাবিলা, রিয়া, বোরহান, জাকির, অন্তরা নিয়ে ফেসবুকে প্রায়ই আলোচনা হয়। নাটকটির পুরোনো বেশ কিছু ভিডিও এখনও ভাইরাল হয়।

সবশেষ ২০২২ সালে ১১৬তম পর্ব প্রচারের মধ্য দিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৪ শেষ হয়। জনপ্রিয় নাটকটি একদল ব্যাচেলরের জীবন নিয়ে তৈরি। আলোচিত এই ধারাবাহিকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, সাবিলা নূর, সানজানা সরকার, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল, পারসা ইভানা, আশুতোষ সুজন প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft