প্রকাশ: রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ৪:২৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পবিত্র ঈদুল ফিতর, সাপ্তাহিক ও নির্বাহী আদেশে ছুটির কারণে টানা ৯ দিন বন্ধের পর আবারও আমদানি রপ্তানি শুরু হয়েছে। রোববার সকাল ১০টার পরে ভারত থেকে আমদানি পণ্যবাহী ট্রাক প্রবেশ করে বন্দরে।
বন্দর পরিচালানকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপন মাঈনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মাঈনুল ইসলাম জানান, দীর্ঘ বন্ধের কারণে ওপারে অনেক পণ্যবাহী ট্রাক অপেক্ষা করছে সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশের জন্য। পর্যায়ক্রমে সব ট্রাক আসবে বন্দরে। এর আগে ছুটির কারণে গত ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এ বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ ছিল।
তবে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপারের জন্য সোনামসজিদে ইমিগ্রেশন কার্যক্রম চালু ছিল।