প্রকাশ: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ১০:১২ অপরাহ্ন

পঞ্চগড়ের দেবীগঞ্জে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরিক্ষা দিচ্ছেন পরিক্ষার্থীরা, এমন ছবি সামাজিক গণমাধ্যমে ভাইরাল হওয়ায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে।
গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) সরেজমিনে কেন্দ্রটিতে গিয়ে জানা যায়, পরীক্ষা শুরুর আগে থেকেই কাল বৈশাখী ঝড় ও বৃষ্টিতে অভিভাবক ও পরীক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল, এমনকি কেন্দ্রে পৌঁছানো নিয়েও সংশয় ছিল অনেকের। তাই অনেক শিক্ষার্থী পরীক্ষা শুরু হওয়ার অনেক আগেই কেন্দ্রে উপস্থিত হয়। ওই সময় বিদ্যুৎ না থাকায় কক্ষগুলোতে আলো স্বল্পতা দেখা যায়, ফলে আসন খোঁজার জন্য মোমবাতি সংগ্রহ করেন এবং মোমবাতি জ্বালিয়ে পরিক্ষার্থীরা বসে ছিল। মূহুর্তের মধ্যে কে বা কাহারা মোমবাতি জ্বালিয়ে বসে থাকা ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়।
এ বিষয়ে কেন্দ্র সচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন রায় জানান, পরীক্ষার শুরু হওয়ার আধঘণ্টা আগে শিক্ষার্থীরা কক্ষে প্রবেশ করে। সে সময় বিদ্যুৎ না থাকায় পরীক্ষার্থীরা নিজ উদ্যোগে মোমবাতি নিয়ে আসেন এবং আসন খুঁজে নিয়ে বসেন।
তিনি জানান, বিদ্যুৎ বিভ্রাট মোকাবেলায় স্কুল কর্তৃপক্ষ জেনারেটরের ব্যবস্থা রেখেছিল। কিন্তু পরীক্ষা শুরুর আগেই বিদ্যুৎ সমস্যা সমাধান হয় এবং পরীক্ষা চলাকালীন পুরো সময়ে নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ সরবরাহ ছিল।
তবে আলোচিত ছবিটি কে বা কারা ছবি তুলে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।