বুধবার ৩০ জুলাই ২০২৫ ১৫ শ্রাবণ ১৪৩২
 

গুজরাটের বিপক্ষে মার্শকে পাচ্ছে না লক্ষ্ণৌ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৫:৫৩ অপরাহ্ন

চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত ফর্মে আছেন মিচেল মার্শ। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের একাধিক জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই অজি অলরাউন্ডার। তবে আজকের ম্যাচে তিনি একাদশে নেই। এমনকি আরো কয়েক ম্যাচ তাকে পাবে না লক্ষ্ণৌ।

মূলত মেয়ে অসুস্থ হয়ে পড়ায় আইপিএল ছেড়েছেন মার্শ। খারাপ সময়ে মেয়ের পাশে থাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই অজি ক্রিকেটার। আজকের ম্যাচের টস পর্বে এমন তথ্যই দিয়েছেন লক্ষ্ণৌ অধিনায়ক ঋষভ পান্ত।

তিনি বলেছেন, 'আজকের ম্যাচে মার্শকে পাওয়া যাচ্ছে না। মূলত তার মেয়ে অসুস্থ হয়ে পড়ায় সে চলে গেছে। মেয়ের সেবা-যত্ন করতেই তিনি চলে গেছেন।'

মার্শ ঠিক কবে নাগাদ ফিরবেন সেটা জানা যায়নি। তবে চলতি আসরেই আবারো দেখা যেতে পারে এই অজি অলরাউন্ডারকে। তার মেয়ে সুস্থ হয়ে উঠলেই আবারো মাঠে ফিরবেন তিনি।

মার্শ চলতি আসরে লক্ষ্ণৌর হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তাই এই অলরাউন্ডারের অনুপস্থিতি নিশ্চিতভাবেই ভোগাতে পারে দলকে। আজকের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে মার্শের বদলি হিসেবে হিমাত সিংকে একাদশে নিয়েছে লক্ষ্ণৌ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft