বুধবার ১৬ এপ্রিল ২০২৫ ৩ বৈশাখ ১৪৩২
 

মোতোয়াল্লির অপসারণের শুনানি আটকাতে বাদীকে মারধর
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৯ এপ্রিল, ২০২৫, ৯:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৪:২৪ অপরাহ্ন

রাজধানী ঢাকার মগবাজারের ঐতিহ্যবাহী প্রসিদ্ধ বুজুর্গ হযরত শাহ নুরীর (র:) মাজার শরীফের মোতওয়াল্লি চেরাগি শাহ আবু তালেবের বিরুদ্ধে ওয়াকফ সম্পত্তি আত্মসাতের অভিযোগ করায় কাফিউজ্জামান রাব্বিকে মোতওয়াল্লির ছেলের নেতৃত্বে হামলা, মারধর ও প্রাণনাশের হুমকি দেয়া হয়। পরবর্তীতে রাব্বি একটি সিআর মামলা দায়ের করেন (মামলা নং-১০৭৫/২৪)। ওই মামলা তদন্তের জন্য আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব দেন। তদন্ত শেষে পিবিআই আদালতে চার্জশীট জমা দেন। জমা দেয়া চার্জশীটে পিবিআই উল্লেখ করেন অভিযোগ সত্যতা পাওয়া গেছে। অপরদিকে হাতিরঝিল থানায় দায়ের করা মামলায় অনেক অভিযোগের কোন সতত্য পায়নি তদন্তকারীরা।

জানা যায়, ভুক্তভোগী কাফিউজ্জামান রাব্বি অভিযোগ করেও ওয়াকফ দপ্তর থেকে কোন সুরাহা না পেয়ে গত ২০২৪ সালের ২ এপ্রিল ধর্ম মন্ত্রণালয়ে বিষয়টি দ্রুত নিষ্পত্তির আবেদন করেন। গত ১৬ মে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ওয়াকফ দপ্তরে এ সংক্রান্ত একটি চিঠি প্রেরণ করেন। 

উক্ত চিঠিতে মন্ত্রণালয় উল্লেখ করেন যে, নবাব খাজা আহসান উল্লাহ হযরত শাহানুরী র: জামে মসজিদ ওয়াকফ এস্টেট, ইসি নং- ৩৩০০ এ এর মতোয়াল্লি জনাব আবু তালেব এর বিরুদ্ধে ২০০ কাঠা ওয়াকফ সম্পত্তি যা আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ওয়াকফ অধ্যাদেশ ১৯৬২ এর ৩২ (১) ধারায় মতে গত ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বর শুনানি কার্যক্রম ৩০ দিনের মধ্যে সম্পূর্ণ করে এ বিষয়ে পরবর্তী গৃহীত ব্যবস্থা সম্পর্কে মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করা হয়। 

কথিত মতোয়াল্লি আবু তালেব আওয়ামীলীগ সরকারের অদৃশ্য দোসরের কারণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ৩০ দিনের নিষ্পত্তির নির্দেশনা থাকা সত্ত্বেও আজও অবধি আবু তালেবের বিরুদ্ধে ওয়াকফ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। কথিত মতোয়াল্লি আবু তালেবের বিরুদ্ধে করা মামলা বন্ধ করার জন্য গত ১৫ সেপ্টেম্বর রাত ৯টার দিকে শাহ নুরি মাজারে ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে মিলাদের চলাবস্থায় কাফিউজামান রাব্বি ও তার দুই ভাই শাফিউজ্জামান নাঈম ও কে এম হাদিউজ্জামানের উপর বিবাদী শাহ তালেবের ছেলে শাহ আবু তাহমিদের নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী হামলা চালিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়। 

কথিত মতোয়াল্লি আবু তালেব ওয়াকফর বিপুল সম্পত্তি গ্রাস করায় কাফিউজ্জামান রাব্বি গ্রাস করা সম্পত্তি উদ্ধারের ব্যাপারে ধর্ম মন্ত্রণালয়কে অভিযোগ করলে তা আমলে নিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় গত ২০২২ সালেল ২২ নভেম্বর ওয়াকফ এস্টেটের সম্পত্তি আত্মসাৎকারি কথিত মতোয়াল্লি আবু তালেবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ওয়াকফ প্রশাসককে নির্দেশ দেয়। কাফিউজ্জামান রাব্বি কোন সূরাহা না পেয়ে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে একটি রিট ফাইল দায়ের করেন। গত ২০২৩ সালের ৩০ জুলাই উক্ত রিটে মন্ত্রণালয়ের পাঠানো চিঠির উপর রুল এবং ডিসপোস অফ অ্যাপ্লিকেশন ৬০ দিনের মধ্যে নিষ্পত্তি নির্দেশনা দেন। এক বছর ৪ মাস ২১ দিন অতিবাহিত হলেও ক্ষমতার অপব্যবহার করে আবু তালেব এখনো উক্ত সম্পত্তি আত্মসাৎ করে যাচ্ছে। উক্তপত্র উল্লেখ করেন যে নবাব খাজা আহসান উল্লাহ হযরত শাহানুরী র: জামে মসজিদ ওয়াকফ এস্টেট, ইসি নং- ৩৩০০-এ, মতোয়াল্লি আবু তালেবের বিরুদ্ধে ২০০ কাঠা ওয়াকফ সম্পত্তি আত্মসাৎ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ ওয়াকফ অধ্যাদেশ ১৯৬২ এর ৩২ ( ১) ধারা মতে গত ১৯ সেপ্টেম্বর শুনানি কার্যক্রম ৩০ দিনের মধ্যে সম্পূর্ণ করে এ বিষয়ে পরবর্তী গৃহীত ব্যবস্থা সম্পর্কে মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করেন। কথিত মতোয়াল্লি আবু তালেব আওয়ামীলীগ সরকারের  অদৃশ্য দোসরের কারণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ৩০ দিনের নিষ্পত্তির নির্দেশনা থাকা সত্ত্বেও আজও অবধি আবু তালেবের বিরুদ্ধে ওয়াকফ কোন ব্যবস্থা গ্রহণ করেন নাই। 

আরও জানা যায়, কাফিউজ্জামান রাব্বির দায়ের করা মামলাটি আদালত পিবিআইকে তদন্তের জন্য পাঠায়। পরবর্তীতে মামলাটির সত্যতা যাচাই করে আদালতে চার্জশিট প্রদান করেন পিবিআই। ওই চার্জশিটে মতামতের ঘরে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন যে, বিবাদি শাহ আবু তাহামিদের (৩১) বিরুদ্ধে ১৪৩/৩২৩/৩২৫/৫০৬ ধারা এবং মো: হামেদ (৬২), মো: আলম ওরফে শাহ নূরে আলম (৫৪), শাহীন ওরফে মাহাবুব আলী খানের (৫৯) বিরুদ্ধে পেনাল কোডের ১৪৩/৩২৩/৫০৬/১০৯ ধারার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft