বুধবার ১৪ মে ২০২৫ ৩০ বৈশাখ ১৪৩২
 

গাজা সম্মেলনে যোগ দেবেন ম্যাক্রোঁ
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ৪:২৭ অপরাহ্ন

বার্তা সংস্থা আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল-সিসি এবং জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে গাজার পরিস্থিতি নিয়ে একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন করবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।  

স্থানীয় সময় শনিবার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। 

এক্সে ম্যাক্রোঁ লেখেন, ‘গাজার জরুরি অবস্থার প্রতিক্রিয়ায় এবং প্রেসিডেন্ট এল-সিসির আমন্ত্রণে আমার কায়রো সফরের সময়, আমরা মিশরের প্রেসিডেন্ট এবং জর্ডানের রাজার সঙ্গে একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন করব। ’

ফরাসি প্রেসিডেন্ট রোববার (৬ এপ্রিল) সন্ধ্যায় কায়রোতে যাবেন বলে আশা করা হচ্ছে।  সোমবার (৭ এপ্রিল) সকালে তিনি মিশরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। 

ম্যাক্রোঁর কার্যালয় জানিয়েছে, ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনটি একই দিনে মিশরের রাজধানীতে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার ম্যাক্রোঁ গাজা উপত্যকা থেকে ৫০ কিলোমিটার (৩০ মাইল) পশ্চিমে মিশরের এল-আরিশ বন্দরও পরিদর্শন করবেন।  সেখানে তিনি মানবিক ও নিরাপত্তা কর্মীদের সঙ্গে দেখা করবেন এবং ‘যুদ্ধবিরতির পক্ষে অবিরাম প্রচেষ্টা’ চালাবেন। 

উল্লেখ্য,  এল-আরিশ গাজার জন্য আন্তর্জাতিক সাহায্যের জন্য একটি ট্রানজিট পয়েন্ট।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft