বুধবার ১৬ এপ্রিল ২০২৫ ৩ বৈশাখ ১৪৩২
 

নাগরপুরে মাদ্রাসাছাত্রকে বলাৎকার, অভিযুক্ত গ্রেপ্তার
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৬:১৫ অপরাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে ৩য় শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রকে দফায় দফায় বলাৎকারের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাবনাপাড়া মদিনাতুন উলুম আমিনিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ঘটনাটি ঘটে। ভিকটিমের মা সাবিনা আক্তার বাদি হয়ে নাগরপুর থানায় অভিযোগ করলে পুলিশ ওই রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

গতকাল শুক্রবার বেলা ১১ টায় নাগরপুর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ওসি মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। 

নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, বাবনাপাড়া মদিনাতুন উলুম আমিনিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার মক্তব বিভাগের ৩য় শ্রেণীর ছাত্রকে ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো. রফিকুল ইসলাম আমিনির ছেলে মো. রিজওয়ান উদ্দীন ওরফে রুমন (২০) বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে জোড় পূর্বক বলাৎকার করে। অভিযুক্ত রুমন ওই দিন দুপুর ২ ঘটিকায় ২য় দফায় ফের বলাৎকার করে। এদিন সন্ধায় ভিকটিম শিশু ছাত্রটি তার মাকে বিষয়টি জানায়। পরে স্বজনরা তাকে সেখান থেকে (মাদ্রাসা) তাকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে নিয়ে যায়। রাতে ভিকটিমের মা বাদি হয়ে নাগরপুর থানায় অভিযোগ দায়ের করলে তাৎক্ষনিকভাবে পুলিশ অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

এ ব্যাপারে নাগরপুর থানায় নিয়মিত মামলা হয়েছে। গ্রেপ্তার অভিযুক্ত মো. রিজওয়ান উদ্দীন ওরফে রুমনকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বললেও জানান ওসি মো. রফিকুল ইসলাম। এঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft