প্রকাশ: রোববার, ২৩ মার্চ, ২০২৫, ৭:২৩ অপরাহ্ন

রাজধানীর শাহআলী থানা এলাকায় বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদা দাবি করার প্রতিবাদ করায় এক নারী বাউল শিল্পীর উপর হামলা চালিয়ে শ্লিলতাহানি, নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া হয়েছে। ভুক্তভোগী নারী বাউল শিল্পী হলেন হাসিনা সরকার। এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও এখনও পুলিশ কোনো আইনগত পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে নারী বাউল শিল্পী হাসিনা সরকার জানান, তিনি দীর্ঘ দিনযাবত বাউল শিল্পী হিসেবে সুনামের সাথে ভক্তিমূলক দেশীয় লোকসঙ্গীত পরিবেশন করে আসছেন। সাধারণত মঞ্চে তিনি ওলি-আওলিয়াদের মাজার ও দরগায় দেশীয় ভক্তিমূলক লোকসঙ্গীত পরিবেশন করেন। বর্তমানে তিনি মিরপুরের শাহআলী বাগদাদি (রঃ) মাজার এলাকায় সঙ্গীত পরিবেশনের জন্য একটি সঙ্গীত ক্লাব স্থাপন করেছি। ওই ক্লাবে তিনি ও তার সঙ্গী বাউল শিল্পীরা ভক্তিমূলক সঙ্গীত পরিবেশন করেন। বিগত কিছু দিনযাবত কিছু উৎশৃঙ্খল বখাটে মাদকাসক্ত সন্ত্রাসী আমার কাছে চাঁদা দাবী করে আসছিল। তারা অন্যান্য সঙ্গীত ক্লাবের শিল্পীদের কাছ থেকেও বিভিন্ন অজুহাতে চাঁদা আদায় করছিল এবং নারী বাউল শিল্পীদের কুপ্রস্তাব দেয়। বাউল শিল্পীরা আর্থিকভাবে অত্যন্ত দুর্বল ও অসচ্ছল হওয়ায় গান গেয়ে পাওয়া টাকা দিয়েই তাদের সংসর চলে। সেই গান গেয়ে পাওয়া কষ্টের টাকা চাঁদাবাজরা জোড় করে নিতে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করে। এরই প্রেক্ষিতে গত ২০ মার্চ দিবাগত রাতে বিএনপির নাম ভাঙ্গিয়ে রফিকুল ইসলাম তুহিনের (৫০) নেতৃত্বে আলী মোল্লা (৩৫), ইব্রাহীমসহ (৪৫) ১৫/২০ জনের নেশাগ্রস্ত সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র রাম দা, চাপাতি, লাঠিসহ অন্যান্য অস্ত্র নিয়ে তাদের ক্লাবে জোড়পূর্বক প্রবেশ করে ভাংচুর চালায়। সেখানে উপস্থিত শিল্পী ও গান শুনতে আসা ভক্ত- শ্রোতাদের ব্যাপক মারধর করে। সন্ত্রাসী আলী মোল্লা রাম দা দিয়ে তাকে কোপ দেয়ার চেষ্টা করে। তিনি এক পাশে সরে গেলে রাম দার কোপ গ্লাসে লেগে গ্লাস ভেঙ্গে যায়। ইব্রাহিম ও রফিকুল ইসলাম তুহিন তার ড্রয়ারে রাখা ত্রিশ হাজার টাকা ছিনিয়ে নেয়। আলী তার গলায় থাকা দুই ভরি ওজনের ২২ ক্যারেটের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। মো. মিজান নামের এক গানের ভক্তকে ব্যাপক মারধর করে এবং তার কাছে থাকা ১৫ হাজার টাকা তুহিন আলী ও ইব্রাহিম মিলে ছিনিয়ে নেয়। তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সন্ত্রাসীদের বাধা দিতে গেলে উপস্থিত নারীদের শাররীকভাবে টেনে-হিচড়ে শ্লীলতাহানি ও লাঞ্ছিত করে। এ পরিস্থিতিতে তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে তারা প্রাণনাশের ভয়-ভীতি দেখিয়ে চলে যায়। যাওয়ার সময় তারা বলে নির্দিষ্ট পরিমাণ চাঁদা সময়মত পৌঁছে দিতে হবে, না হলে তাদের জানে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। তারা বাউল শিল্পী সমাজের কেউ না হলেও নিয়মিত চাঁদা দাবি করে আসছে বলে জানান তিনি।
এদিকে জানা যায়, রফিকুল ইসলাম তুহিন নামের ওই ব্যক্তি নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সভাপতি বলে দাবি করেন। কিন্তু তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সাথে নেই বলে জানা গেছে। তিনি তার নিজ গ্রামে গিয়ে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত রয়েছেন। এমনকি স্বৈরাচার হাসিনা সরকারের সময় তিনি গলাচিপায় ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য তার ইউনিয়ন জুড়ে বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগিয়েছিলেন। কিন্তু চেয়ারম্যান হতে না পেরে তিনি নব্য বিএনপি সেজে নানান অপকর্ম করছে। ওইসব অপকর্মের কারণে বিএনপি’র বদনাম হচ্ছে। ২ নম্বর অভিযুক্ত ব্যক্তি আলী মোল্লা বিভিন্ন নেশার সাথে জড়িত এবং নেশাদ্রব্য বিক্রি করেন। তারা শিল্পী বা শিল্পীর সঙ্গীও কোন হ্যান্ডস নয় শিল্পীর সাথে জড়িত না হয়েও মিরপুরে হযরত শাহ আলী রহমাতুল্লাহ এর মাজারের আশেপাশ এলাকায় একটা রুম ভাড়া নিয়া চাঁদাবাজি করে থাকে। এছাড়াও সন্ত্রাসী মিলন চৌধুরী গ্রামে গিয়ে আওয়ামী লীগের রাজনীতি করেন এবং একসময় তিনি ছাত্রলীগ করতেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে সে নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেয়। কিন্তু খোঁজ নিয়ে জানা যায় তারা বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের সদস্য নন। মাজার এলাকায় যেহেতু বিভিন্ন শিল্পীর গান পরিবেশন করা হয়, তার মধ্যে নারী বাউল শিল্পীও এখানে থাকেন। তাই অসৎ উদ্দেশ্যে নিয়ে এই মাজার এলাকায় ঘোরাফেরা করেন।
আরও জানা যায়, মিলন চৌধুরী কিছু দিন পূর্বে এক নারী শিল্পীকে শারীরিকভাবে হেনস্থা করেন। এটা নিয়ে ওই এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। নারী শিল্পীদের শারীরিকভাবে হয়রানি এবং ইভটিজিং-এর মত জঘন্য অপরাধ করায় এদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগও রয়েছে। বাউল শিল্পী দ্বীন ইসলাম ও স্বপ্না দেওয়ানও চাঁদাবাজী ও শররীকভাবে হেনস্তার শিকার হয়েছেন বলে জানা যায।
এ প্রসঙ্গে শাহআলী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, এক নারী বাউল শিল্পী অভিযোগ দিয়ে গেছেন। একজন এসআইকে সেটি তদন্ত করে করে আইনগত ব্যবস্থা গ্রহণের বলা হয়েছে বলে জানান তিনি।