শনিবার ১২ এপ্রিল ২০২৫ ২৯ চৈত্র ১৪৩১
 

গাজায় ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে টঙ্গী ও পূবাইলে বিক্ষোভ মিছিল
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৩:১২ অপরাহ্ন

গাজীপুর মহানগরীর টঙ্গী ও পূবাইলের বেশ কয়েকটি স্থানে ফিলিস্তিনের গাজার মুসলমানদের ওপর ইহুদি-নাসারাদের পরিকল্পিত বর্বরোচিত হামলা ও মুসলিম নারী-শিশুসহ গাজার মুসলিম নিধনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের তৌহিদি জনতা।

আজ সোমবার সকাল ১০টায় নগরীর টঙ্গীর গাজীপুরা, কলেজ গেইট, স্টেশন রোড ও পূবাইলের মিরের বাজার চৌরাস্তায় এই বিক্ষোভ মিছিলে হাজারো তৌহিদি মুসলিম জনতা একত্রিত হয়ে প্রতিবাদ সভা করেন। পুবাইলের ঢাকা বাইপাস, টঙ্গী-ঘোড়াশাল মহাসড়কের মাজুখান, তালটিয়া, কলেজগেটের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে চৌরাস্তার ফ্লাইওভারের নিচে এসে সমবেত হয় ছাত্র/ছাত্রী ও তৌহিদী জনতা। এ সময় আল্লাহ আকবর ধ্বনিতে মুখরিত হয়ে যায় টঙ্গীসহ পুবাইলের বিভিন্ন এলাকা।

তৌহিদি জনতার বিক্ষোভ থেকে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে তাদের স্লোগানে। এসময় ইসরায়েলি পণ্য বর্জনেরও ডাক দেওয়া হয়। পাশাপাশি বিক্ষোভকারীরা গাজাবাসীর নিরাপত্তা, আল আকসা পুনরুদ্ধার,মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হয়ে জিহাদের ডাক দেন তারা। পরিশেষে ফিলিস্তিন মুসলমানদের মুক্তি ও শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft