শনিবার ১২ এপ্রিল ২০২৫ ২৯ চৈত্র ১৪৩১
 

কালীগঞ্জে ওসির অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ
কালিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ৭:৩২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: রোববার, ৬ এপ্রিল, ২০২৫, ৮:০৪ অপরাহ্ন

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার কাশীপুর বেদে পল্লীতে তালেব হোসেন হত্যাকারীদের বিচার ও কালীগঞ্জ থানার ওসির বদলির দাবিতে সড়ক অবরোধ করে কাশিপুর বেদে পল্লীর বেদে সাম্প্রদায়রা। 

রোববার ১১টার দিকে নিহতের স্ত্রী ও তিন শিশু সন্তানসহ প্রায় শতাধিক বেদে নারী পুরুষ ও শিশু  কালীগঞ্জ থানায় গিয়ে আসামিদের আটকের দাবি জানান। এসময় ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদার নিহত তালেব হোসেনের স্ত্রী সন্তানদের নিয়ে কটুক্তি করেন। ওসির কটুক্তিতে ক্ষুদ্ধ বেদে সদস্যরা  তারা থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার কে অপসারণ এবং এই হত্যার মূল পরিকল্পনাকারী সেলিমসহ অন্যান্য আসামিদের গ্রেফতারের দাবী জানান।

এরপর তারা কালীগঞ্জ নিমতলা বাস স্ট্যান্ডে গিয়ে যশোর-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করেন। ঘন্টাব্যাপী সড়কের উপর অবস্থান নিয়ে অবরোধ করে রাখে তারা। এসময় সড়কের উভয় পাশে যাত্রীবাহি বাস, ট্রাকের লম্বা লাইন পড়ে যায়। প্রচন্ড গরমে যাত্রীরা পড়েন চরম দূর্ভোগে। তবে অবরোধস্থলে থানা পুলিশ বা প্রশাসনের কোন সদস্যকে সেখানে দেখা যায়নি। 

 এর আগে গত বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে তালেব হোসেন হত্যার শিকার হয়। তার পেটে লোহার রড ঢুকিয়ে হত্যা করে। এ ঘটনায় মোহাম্মদ আলী বাদি হয়ে রুবেল হোসেন নামে একজনকে আসামি করে মামলা করেন। মামলার আগেই স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন। 

সড়ক অবরোধে নেতৃত্ব দেওয়া ফিরোজ হোসেন ও সাইদুর রহমান জানান, বৃৃহস্পতিবার সকাল ১১টার দিকে নিহতের স্ত্রী জামেদা বেগম ছয় বছরের সন্তান রুমানা, চার বছরের সোহানা ও দুই বছরের রেহানাকে নিয়ে থানায় যান। এসময় তাদের সাথে বেদে পল্লীর আরো শতাধিক সদস্য ছিল। থানায় গিয়ে তারা দাবি করেন, হত্যার সাথে আরো অনেকে জড়িত আছে, যাদের নাম মামলায় নেই। বাদিকে ভুল বুঝিয়ে একজনকে আসামি করা হয়েছে। বাকি আসামিদের মামলায় অন্তর্ভুক্ত করে আটকের দাবি করেন। 

এসময় ওসি শহিদুল ইসলাম হাওলাদার ওই তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে কুটুক্তি করেন এবং ওসি বলেন ওই  মামলায় আর কারো নাম নতুন করে দেওয়া যাবে না। যে কারনে আমরা ওসির বদলী ও বাকি আসামিদের আটকের দাবিতে সড়ক অবরোধ করছি। 

তারা বলেন, থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার এই থানায় যোগদানের পর থেকে একের পর এক চুরি ডাকাতি ছিনতাই অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে। কালীগঞ্জ থানার আইন শৃঙ্খলা চরম অবনতি হয়েছে । এতগুলো অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হলেও থানা পুলিশ অধিকাংশ অপরাধমূলক কর্মকাণ্ডের কোন ক্লু উদঘাটন করতে পারেননি। এই থানা থেকে বর্তমান ওসিকে অবসারণের দাবি জানাচ্ছি।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে, আসামিও গ্রেপ্তার হয়েছে। এখন তারা মামলায় নতুন করে আরো আসামি করার দাবি নিয়ে থানায় এসে বিশৃংখলা শুরু করে। এসময় তাদের থানা চত্তরে বিশৃংখলা না করার জন্য বললে উত্তেজিত হয়ে বের হয়ে গিয়ে পাশে মহাসড়ক অবরোধ করে। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft