প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ৩:১০ অপরাহ্ন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বর হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে এবং নিরীহ ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মানিকগঞ্জের শিক্ষার্থী ও সাধারণ জনগণ।
আজ সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শহরের খালপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সড়কে অবস্থান নিয়ে ঘণ্টাব্যাপী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে আশপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
বিক্ষোভে নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখা। সংগঠনের আহ্বায়ক ওমর ফারুক ও সদস্য সচিব নাহিদ মনির-সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। এছাড়াও বিক্ষোভে অংশ নেন সরকারি দেবেন্দ্র কলেজ, সরকারি মহিলা কলেজ, খান বাহাদুর কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা বলেন, “ইসরায়েল দীর্ঘদিন ধরে গাজায় নারী, শিশু ও নিরীহ মানুষের ওপর নিষ্ঠুর হামলা চালাচ্ছে। এই হত্যাযজ্ঞ এখন গণহত্যায় রূপ নিয়েছে। অথচ বিশ্ব মোড়লরা ও মানবাধিকার সংগঠনগুলো নীরব।