শনিবার ৫ এপ্রিল ২০২৫ ২২ চৈত্র ১৪৩১
 

তালতলীতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ মার্চ, ২০২৫, ৭:২৯ অপরাহ্ন

বরগুনার তালতলীতে স্ত্রীর পরকীয়া সন্দেহে স্বামী ইউসুফ মুন্সী (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার রাত ২ টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের কজিরখাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইউসুফ মুন্সী একই এলাকার আদম আলী মুন্সীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

জানা যায়, পারিবারিক কারণে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-ঝাটি হয়। সর্বশেষ গতকাল দিবাগত রাতে এ নিয়ে ঝগড়া হয়। এরপর রাতে তিনি নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন তাঁকে খুঁজতে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরাদেহ উদ্ধার করে পুলিশ।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইউসুফ মুন্সীর লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে মনমালিন্য হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন।

তিনি আরও বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft