প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১০:৩৭ অপরাহ্ন

গাজায় ইসরাইলের চলমান নৃশংস ধ্বংসযজ্ঞ ও বর্বরোচিত হামলার প্রতিবাদে ফেনী জেলাজুড়ে চলছে প্রতিবাদ ও সংহতি কর্মসূচি। সোমবার (৭ এপ্রিল) ফেনী শহর ও ৫ উপজেলায় পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে সংহতি প্রকাশ করে বিবৃতি দেয়।
সকালে ফেনী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়।
এ সময় 'ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চায়' 'জিহাদ জিহাদ জিহাদ চাই, জিহাদ করে বাঁচতে চাই' 'এ জিহাদে জিতবে কারা বিশ্বনবীর সৈনিকেরা', 'বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো, 'নারায়ে তাকবির আল্লাহু আকবর', 'ইসরাইলের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন'সহ বিভিন্ন স্লোগান দেন বিক্ষোভকারীরা।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্ব বিবেক আজ নিশ্চুপ। কোথায় মানবাধিকার?
সংহতি প্রকাশ করল ফেনীর শিক্ষার্থীরা বলেন,ফিলিস্তিনের গাজায় চলমান সহিংসতা, মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী পালিত 'গ্লোবাল স্ট্রাইক ফর গাজা' কর্মসূচির প্রতি সংহতি জানায়।
গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে একই দিন বিকালে, বাংলাদেশ জামায়াতে ইসলামী,দাগন ভূঞা উপজেলা ও পৌরসভার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। মিছিলের নেতৃদেন দাগনভূঞা উপজেলা জামায়াতের আমীর গাজী ছালেহ উদ্দিন, সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, পৌর আমীর মাওলানা কামরুল আহসান সেক্রেটারি আবু ছায়েদ মোঃ কামরুজ্জামান। সেই সাথে সকল শ্রেণীপেশার মানুষ মিছিলে যোগদান করে প্রতিবাদ জানান।