শনিবার ১২ এপ্রিল ২০২৫ ২৯ চৈত্র ১৪৩১
 

বংশালে লেপ-তোশকের দোকানে আগুন, নিহত ১
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ এপ্রিল, ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

রাজধানীর বংশালের নাজিমুদ্দিন রোডে লেপ-তোশকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার দিবাগত রাত আনুমানিক ৪টা ১০ মিনিটের দিকে সাততলা ভবনের নিচ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপন করে।

তিনি আরও বলেন, ভবন থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১২ জনকে ফায়ার সার্ভিস প্রাথমিক চিকিৎসা দেন। বাকি ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়।

আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, এ ঘটনায় আমিনউদ্দিন (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, আহতদের মধ্যে কমপক্ষে ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ ও বার্ন ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। এছাড়া দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল থেকে বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

তবে নিহত আমিনউদ্দির লেপ-তোশকের দোকানের কর্মী নন। তিনি পাশের একটি ফার্নিচারের দোকান রিয়েল উড ফার্নিচারে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

জানতে চাইলে রিয়েল উড ফার্নিচার দোকানের মালিক আতিকুর রহমান জানান, তার দোকানে দুইজন ম্যানেজার ও একজন কর্মচারী রাতে ঘুমিয়ে ছিলেন। তাদের মধ্যে ম্যানেজার আমিনউদ্দিন আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। আরেক কর্মচারী ধোঁয়ায় সামান্য আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও জানান, আমিন উদ্দিনের বাড়ি যশোরের শার্শা উপজেলায়। তিনি দোকানে থাকতেন। প্রায় তিন বছর যাবত দোকানটির ম্যানেজার হিসেবে দায়িত্বে পালন করছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft