প্রকাশ: শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. শাহিনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাত ১২টায় প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান চাঁদপুর সদর আর্মি ক্যাম্প।
ঐ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৃহস্পতিবার রাতে উপজেলার সাদুল্ল্যাপুর ইউনিয়নের বেলতলী এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মো. শাহিন (৩২)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নিকট হতে ২৫০ গ্রাম গাঁজা, ২০ পিস ইয়াবা, ২টি গাঁজার ফিল্টার, ২টি সীম কার্ড, ২টি গাঁজা মাপার মেশিন, ২টি ছুরি, ২টি কাটার এবং নগদ ১৩৩৯০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তারকৃত মো. শাহিনকে মতলব উত্তর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃর আসামি শাহিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।