শনিবার ১৫ মার্চ ২০২৫ ২৯ ফাল্গুন ১৪৩১
 

দেবীগঞ্জে মসজিদের জমি দখলের বিরুদ্ধে মানববন্ধন
দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ১০:১০ অপরাহ্ন

পঞ্চগড়ের দেবীগঞ্জে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে জাল দলিল তৈরি করে শতবর্ষী পুরনো মসজিদ ও কবরস্থানের জমি দখলের চেষ্টার অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ শুক্রবার (১৪ মার্চ) বিকাল সাড়ে তিনটায় দেবীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব মুন্সিপাড়া এলাকায় সংলগ্ন শহীদ আব্দুল মান্নান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে পূর্ব মুন্সী পাড়া জামে মসজিদের মুসল্লি, কমিটির সদস্য ও সাধারণ জনগণ অংশ নেন।  

মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক ইউপি সদস্য একে.এম মঞ্জুরুল হক দীর্ঘদিন ধরে পূর্ব মুন্সিপাড়া জামে মসজিদ ও কবরস্থানের জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। সম্প্রতি মসজিদে মুসল্লিদের নামাজের জায়গা সংকুলান না হয় মসজিদের সংস্কার কাজ শুরু করলে  মুঞ্জুরুল হক আদালতে গিয়ে জমির মালিকানা নিয়ে মামলা করেছেন। এছাড়া  তিনি বারবার পুলিশকে ব্যবহার করে সংস্কার কাজে বাঁধা সৃষ্টি করছেন।

এমদাদুল হক নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমাদের পূর্বপুরুষদের দান করা জমি জাল কাগজপত্র দেখিয়ে দখলের চেষ্টা চলছে। সম্প্রতি মসজিদের সংস্কার কাজ শুরু হলে মঞ্জুরুল হক থানায় অভিযোগ করে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করিয়ে দিয়েছেন। আমরা এ অন্যায়ের প্রতিবাদ জানাই।

গোলাম মোস্তফা নামে অপর এক বাসিন্দা বলেন, মসজিদ ও কবরস্থানের জমি দখলের পাঁয়তারা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক, যাতে ধর্মীয় স্থানের পবিত্রতা রক্ষা হয়।

মসজিদ কমিটির সভাপতি লাবলু সরকার বলেন, ১৯৬২ সালের এস এ খতিয়ানে এই  মসজিদ ও কবরস্থানের কথা উল্লেখ আছে। মসজিদের সংস্কার কাজ শুরু করলে মঞ্জুরুল হক ভুয়া দলিল নিয়ে আদালতে গিয়ে জমির মালিকানা দাবি করে মামলা দায়ের করেন। এছাড়া তিনি  বার বার পুলিশ পাঠিয়ে মসজিদের সংস্কার কাজ বন্ধ করে দিচ্ছেন। থানায় বসার জন্য বলা হলেও তিনি থানায় আসেন না এবং তার কাগজপত্র দেখান না। 

অভিযুক্ত মঞ্জুরুল হক বলেন, আমাদের সম্পত্তিকে তারা মসজিদের নাম বলে জনমনে বিভ্রান্ত সৃষ্টি করতেছে।   ২০১০ সালে এই জমির উপর আনয়নকৃত বাটোয়ারা মামলার আদালতের রায় আমাদের পক্ষেই দিয়েছিল। তাছাড়া মসজিদ নির্মানের কাজে আমরা কোন বাধা দেই নাই। 

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা বলেন, মসজিদের পাশের জমিগুলো নিয়ে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। তবে মসজিদের সংস্কার কাজ কখনো বাধাগ্রস্ত হয়েছে এমন অভিযোগ আমাদের কাছে আসেনি। 

এলাকাবাসীর প্রত্যাশা মসজিদ ও কবরস্থানের জমি রক্ষা করতে এবিষয়ে প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft