শুক্রবার ১৪ মার্চ ২০২৫ ২৮ ফাল্গুন ১৪৩১
 

সরাইলে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবিতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৭:২৮ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে অত্র ইউনিয়নের সচেতন এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার সকালে সাতজন ইউপি সদস্যসহ শাহজাদাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ মানববন্ধন করা হয়। 

এসময় উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোছাঃ আছমা আক্তার ৫ ই আগস্ট এর পর হইতে অদ্যবদি পলাতক রয়েছে ফ্যাসিস্ট সরকারের দোসর অদ্যবদি বহাল থাকার প্রতিবাদে ও উক্ত চেয়ারম্যান পদ থেকে অপসারণের দাবী করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ইউপি সদস্য লুতু মিয়া, আলী রাজ, আপন মিয়া, জুয়েল মিয়া, অমরেশ সরকার, কাকলী, শারমিন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৫ আগস্ট পর থেকে শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছমা বেগম পলাতক রয়েছে। চেয়ারম্যানের অনুপস্থিতে সাধারণ মানুষ দিনের পর দিন পরিষদের সেবা বঞ্চিত হচ্ছেন। তাই আমরা আছমা বেগমের অপসারণ দাবী করছি এবং প্যানেল চেয়ারম্যান গঠন করে জনসেবার মান উন্নতি ও সচল করার জন্য প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft