বুধবার ১২ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৪:৩৩ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী-শিশুসহ উভয় পক্ষের প্রায় ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

গতকাল সোমবার (১০ মার্চ) বিকেল পর্যন্ত উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের মোল্লাবাড়ি ও ফকিরহাটির লোকজনদের মধ্যে কয়েক দফায় এই সংঘর্ষ ঘটে। 

আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পার্শ্ববর্তী জেলা হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার চাপরতলা ইউনিয়নের চাপরতলা গ্রামের তারাউল্লা মাঠে গত শনিবার (৮ মার্চ) ফুটবল খেলায় ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে একই গ্রামের মোল্লাবাড়ির আকাশ ও ফকিরহাটির বাবুলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। পরদিন রবিবার (৯ মার্চ) সন্ধ্যায় মোল্লাবাড়ির আকাশকে চাপরতলা বাজারে একা পেয়ে হামলা চালায় ফকিরহাটির বাবুলের লোকজন। পরে বিষয়টি দুই গোষ্ঠীর লোকজনের মাঝে ছড়িয়ে পড়লে উত্তেজনা বাড়তে থাকে এবং সোমবার (১০ মার্চ) বিকেল পর্যন্ত দফায় দফায় হামলা-পাল্টা হামলা চলে।

এই ঘটনায় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে নারী ও শিশুসহ প্রায় ৩০ জন আহত হন। সংঘর্ষের পর উভয় পক্ষের বাড়িতে লুটপাট ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

চাপরতলা গ্রামের মোল্লাবাড়ির একজন বাসিন্দা মোহাম্মদ আলমগীর মিয়া বলেন, “ফকিরহাটির লোকেরা আমাদের বাড়িঘরে হামলা করেছে। আমাদের প্রায় ১৩-১৪ জন আহত হয়েছে।”

অন্যদিকে, ফকিরহাটির মাহমুদ আক্তার বলেন, “মোল্লাবাড়ির লোকজন হামলা চালিয়ে আমাদের বাড়িঘর ভেঙে দিয়েছে এবং জিনিসপত্র নিয়ে গেছে।”

গ্রামের স্থানীয় বাসিন্দা হাফিজুর রহমান জানান, “ফুটবল খেলাকে কেন্দ্র করে মোল্লাবাড়ি ও ফকিরহাটির লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিকেলে স্থানীয় মুরব্বি ও পুলিশের সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনা হয়েছে।”

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, “ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে প্রায় ৩০ জন আহত হয়েছেন। তবে মামলার বিষয়ে উভয় পক্ষের মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft