শনিবার ১৫ মার্চ ২০২৫ ২৯ ফাল্গুন ১৪৩১
 

রমজানে সিনেমা নয় ইবাদত বন্দেগী করেই পার করছেন নিপা রোজ
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৭:১৪ অপরাহ্ন

বাংলা সিনেমায় সরল ও স্পষ্টবাদী এক অভিনেত্রীর নাম নিপা রোজ। অনেক সময় দেখা গেছে তার এই সরলতার কারণে তাকে অনেক ভুগতে হয়েছে। খোলা মন ও খোলা প্রানের একজন মানুষ এই অভিনেত্রী। বিভিন্ন সময় তার এই সরলতার কারণে আলোচনার চেয়ে সমালোচনায় বেশি থাকেন।

নিজের প্রযোজনায় ‘বড্ড ভালোবাসি’ সিনেমায় নায়িকা হয়েছিলেন নিপা রোজ। অনেকটা একক প্রচেষ্টায় সিনেমাটি মুক্তি দেন তিনি। স্পষ্টভাষী নিপা সমালোচনাকে উড়িয়ে দিয়ে নিজের মতো কাজ করছেন। রমজান উপলক্ষ্যে আলাপ হলো তার সঙ্গে।

নিপা জানান, ‘রোজা রাখছি। নামায পড়ি। গেল ১০ ফেব্রুয়ারি নানু মারা যান। তার শেষ কিছুদিন সেবা করেছি। পাশে থেকেছি। আমার হাতের উপর তার মৃত্যু হয়েছে। জীবন নিয়ে নতুন উপলব্ধি এসেছে। পবিত্র এ মাসে ধর্ম–কর্ম করছি। ঈদের পর নতুন করে কাজ শুরু করবো।’

ইফতারে নিপার পছন্দ বেগুনী ও তরমুজ। সেহরিতে তিনি ভাত খেতে ভালোবাসেন। মিষ্টি আলু দিয়ে দুধ খান।

রমজানের স্মৃতি জানতে চাইলে নিপা বললেন, ‘ছোটবেলায় সেহরি খেয়ে হারিকেন দিয়ে সেহরিকে ধরতে বের হতাম। সকালে খেলে এক রোজা হবে এমনটা বলা হতো। যতোবার খাব ততোবার রোজা। বড় হওয়ার পর বুঝতে পেরেছি।’নিপা রোজ আরো বলেন, সিয়াম সাধনার এই মাসে যতটুকু পারবো ইবাদত বন্দেগীর মধ্য দিয়েই সময়টা পার করব। রোজার পরেই ঈদ সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা রইল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft