শনিবার ১৫ মার্চ ২০২৫ ২৯ ফাল্গুন ১৪৩১
 

গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী ৩৭ লাখ টাকা সহ আটক
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৮:১৯ অপরাহ্ন

গাইবান্ধার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামকে নাটোরের সিংড়া আঞ্চলিক মহাসড়কে আটক করেছে পুলিশ। প্রকৌশলীর সঙ্গে থাকা প্রাইভেটকারটি তল্লাশি করলে ব্যাগের মধ্যে থাকা ৩৬ লক্ষ  ৯৪ হাজার ৩শত টাকা পাওয়া যায়।

গতকাল বৃহস্পতিবার রাত্রি আনুমানিক ২টার সময় নাটোর-বগুড়া আঞ্চলিক মহাসড়কের চলনবিল গেটে নিয়মিত পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করে।

আজ শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক। তিনি বলেন , বৃহস্পতিবার রাতে নাটোর-বগুড়া মহাসড়কের চলনবিল গেট এলাকায় পুলিশের নিয়মিত চেকপোস্টে তল্লাশি চলছিল। এ সময় গাইবান্ধা থেকে রাজশাহীগামী সাদা রঙয়ের একটি প্রাইভেটকার থামতে সিগন্যাল দেওয়া হয়। 

প্রাইভেটকারে থাকা ব্যক্তিকে তার পরিচয় জানতে চাইলে তিনি জানান, আমি গাইবান্ধার এলজিইডির নিবার্হী প্রকৌশলী। এতে পুলিশের সন্দেহ হয় এবং তারা গাড়িতে তল্লাশি করে। প্রাইভেটকারের পিছনে থাকা ব্যাগে নগদ টাকা দেখলে বিষয়টি পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানায়। পরে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে গিয়ে গাড়িতে থাকা ৩৬ লক্ষ ৯৪ হাজার ৩শত টাকা উদ্ধার করে। প্রাইভেটকারটি জব্দ করে প্রকৌশলী ছাবিউলকে আটক করে থানায় নেওয়া হয়। 

ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন,  নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামকে জিজ্ঞাসা করলে তিনি দাবি করেন তিনি জমি বিক্রির বৈধ টাকা নিয়ে গাইবান্ধা থেকে রাজশাহী যাচ্ছিলেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ছাবিউল ইসলাম রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে গাইবান্ধায় এলজিইডির নিবার্হী প্রকৌশলী হিসেবে কর্মরত। তার আদি বাড়ি সিরাজগঞ্জ জেলায় বলে জানা গেছে। ছাবিউল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ঘুরেফিরে তিনি গাইবান্ধা জেলায় ২০ বছর ধরে কর্মরত। এ কারণে একক প্রভাব ও ঠিকাদারদের জিম্মি করাসহ নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft