শনিবার ১৫ মার্চ ২০২৫ ২৯ ফাল্গুন ১৪৩১
 

ঢাবিস্থ রায়পুর ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির কমিটি ঘোষণা
মাহবুবুর রহমান জিসান
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৭:৩৫ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রায়পুর উপজেলা ছাত্র-ছাত্রী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) এ কমিটি ঘোষণা করা হয়। 

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক বরণ, রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং সংগঠনের সাবেক নেতৃবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়।

এ আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয় নতুন নেতৃত্ব- সভাপতি মুরাদ হোসেন ও সাধারণ সম্পাদক জুনায়েদ হোসাইন-এর নেতৃত্বে সমিতির নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে। 

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন রওনক জাহান,যুগ্ম-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন রিয়াদ, প্রচার সম্পাদক লাবিব হোসেন রাব্বি।

এসময় তারা প্রতিশ্রুতি দেন, রায়পুর থেকে আগত শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সংগঠনটি সবসময় পাশে থাকবে এবং শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

কমিটির সভাপতি মুরাদ হাসান বলেন, 'সংগঠনটি রায়পুরের শিক্ষার্থীদের মধ্যে সংহতি, সহযোগিতা ও উন্নয়নের অগ্রদূত হিসেবে কাজ করে আসছে, আর ভবিষ্যতেও এই আদর্শ ধরে রেখে পথচলা অব্যাহত রাখবে'।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft