শনিবার ১৫ মার্চ ২০২৫ ২৯ ফাল্গুন ১৪৩১
 

ঈদে ভিন্নধর্মী আয়োজন নিয়ে আসছে
আনোয়ার আরমান
প্রকাশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৭:১৮ অপরাহ্ন

ঈদকে সামনে রেখে চারদিকে পড়েছে কেনাবেচার বিপুল সমাহার। উচ্চবিত্তরা কেনাকাটার জন্য যাচ্ছেন মেগামলে, আবার মধ্য ও নিম্নবিত্তরা যাচ্ছেন বঙ্গবাজার কিংবা নিউমার্কেট। এবার সবশ্রেণীর ক্রেতাদের কথা মাথায় রেখে ভিন্নধর্মী এক কেনাবেচার আয়োজন নিয়ে এসেছে স্যাম'স ইভেন্ট। 'ইন্টারন্যাশনাল নাইট মার্কেট ইন ঢাকা-২০২৫' নামে এই বাজারে থাকছে ঈদ ফ্যাশনের সব ধরনের পণ্য। 

বুধবার (১২ মার্চ) রাজধানীর তেজগাঁও-গুলশান লিংক রোডে অবস্থিত রাজউক হাতিরঝিল ম্যানেজমেন্ট কমপ্লেক্সে  'ইন্টারন্যাশনাল নাইট মার্কেট ইন ঢাকা-২০২৫'র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়। এদিন উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিরা। 

জমকালো এই আয়োজনের উদ্বোধনী ভাষণে স্যাম'স ইভেন্টের প্রধান নির্বাহী সাইফুল আকাশ বলেন,  'ইন্টারন্যাশনাল নাইট মার্কেট ইন ঢাকা-২০২৫' শুধুমাত্র কেনারবেচার প্লার্টফর্ম নয়, এটি সাংস্কৃতিক ও ব্যবসায়ী চিন্তাধারা বিনময়ের এক মিলনমেলা। আশাকরি, স্থানীয় ও আন্তর্জাতিক ব্রান্ডগুলো পারস্পারিক ব্যবসায়িক বিনিময়ের মাধ্যমে নতুন নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচিত করতে পারবে।'

এদিন বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুইফট বিডির চেয়ারম্যান সেলিনা চৌধুরী, জেসিআই বাংলাদেশের  ২০২৫ ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ, ম্যাক্সিম'র এর ব্যবস্থাপনা পরিচালক আর কে রিপন, টিএএস এর  কে এম মজিবুক হকসহ অনেকেই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আব্দুল মাবুদ। 

এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুবাইত ফাতেমা তনি, বুশরা কবির, সিম্মি ইরিন খান, নাজমি জান্নাতসহ অনেকেই। এ ছাড়া আয়োজনটির প্রমোশনাল পার্টনার হিসেবে রয়েছে ছায়ারণ্য। আর বিশেষ সম্মাননা পেয়েছেন ছায়ারণ্যের সিইও নয়ন আহমেদ। 

'ইন্টারন্যাশনাল নাইট মার্কেট ইন ঢাকা-২০২৫' চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। যেখানে থাকছে বিভিন্ন স্টল, লাইভ পারফরম্যান্স, ফুড এক্সিবিশন এবং বিনোদনের নানা আয়োজন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft