বুধবার ১২ মার্চ ২০২৫ ২৭ ফাল্গুন ১৪৩১
 

লালপুরে প্রকাশ্যে ইউপি মেম্বারকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য প্রাণে রক্ষা
নাটোর সংবাদদাতা
প্রকাশ: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৩:২৯ অপরাহ্ন

নাটোরের লালপুরে স্থানীয় ইউপি মেম্বারকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের পালিদহ গ্রামে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মুজাহার আলী (৪৫) দুর্বৃত্তদের গুলির লক্ষ্যবস্তু হলেও ভাগ্যক্রমে রক্ষা পান। তিনি মৃত বাহাউদ্দিনের ছেলে। 

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর সরকার বলেন, দুইটি মোটরসাইকেলে ছয়জন লোক এসে মুজাহার মেম্বারের বাড়ির সামনে থামে। এরপর তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। তখন মুজাহার বাঁচাও-বাঁচাও বলে চিৎকার করলে আমি দৌড়ে যাই এবং একটি মোটরসাইকেল ধরে ফেলতে চেষ্টা করি। কিন্তু ধাক্কা খেয়ে পড়ে যাই। পরে সেই মোটরসাইকেল থেকে তিনজন নেমে পালিয়ে যায়।

স্থানীয়রা জানায়, তারা ৫-৬ রাউন্ড গুলির শব্দ শুনেছেন এবং বন্দুক হাতে কয়েকজনকে দেখেছেন। 

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। স্থানীয়দের মুখে কয়েক রাউন্ড গুলির কথা শুনেছি, তবে খোঁজাখুঁজি করেও কোনো গুলির খোসা পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175,+8801711443328, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft