গুরুদাসপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৬:০১ পিএম

গুরুদাসপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল সাড়ে তিনটার দিকে গুরুদাসপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন হাসানের উদ্যোগে পৌর শহরের চাঁচকৈড় পুড়ান পাড়ায় পৌর যুবদলের অস্থায়ী কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এই জানাজায় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
গায়েবানা জানাযায় বক্তব্য রাখেন, পৌর যুবদলের ১নং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সুমন হাসান, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, বিয়াঘাট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, পৌর ছাত্রদলের ১নং সদস্য তাহসিন রহমান মিহাল, পৌর মৎস্যজীবী দলের সভাপতি মামুন হোসেন, মো. ইসমাইল হোসেন এবং বিয়াঘাট ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাকিবুর রহমান শান্ত প্রমূখ্।
জানাজায় বক্তারা বলেন, আধিপত্যবাদবিরোধী অবস্থান ও বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে বেগম খালেদা জিয়ার আপসহীন অবস্থান সারাবিশ্বে জাতীয়তাবাদের মডেল হিসেবে সমুন্নত থাকবে। জানাযা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
জ/দি