
ফেনীর ৩টি সংসদীয় আসনে ২০২৫ সালের জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ। ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও বিভিন্ন সহকারী রিটেনিং কর্মকর্তা সূত্র অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহ করেন অনেকেই।
ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) এ আসনে এ পর্যন্ত ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এছাড়াও বিকল্প প্রার্থী হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মুন্সী রফিকুল আলম মজনু, নিজাম উদ্দিন ভূঞা স্বতন্ত্র, মোহাম্মদ ফিরোজ উদ্দিন ভূঁইয়া বাংলাদেশ কংগ্রেস, মাহবুব মোরশেদ মজুমদার বাংলাদেশ মুসলিম লীগ, আনোয়ারুল্লা ভূঁইয়া বাংলাদেশ খেলাফত আন্দোলন, মোহাম্মদ নাজমুল আলম বাংলাদেশ খেলাফত মজলিস মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য পাওয়া গেছে।
ফেনী-২ (ফেনী সদর) এ আসনে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমাদান করেছেন। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে বিএনপি থেকে জয়নাল আবদিন (ভিপি জয়নাল) জমায়েত জোট সমর্থিত আমার বাংলাদেশ( এ বি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, মোহাম্মদ তারিকুল ইসলাম ভূঞা গণ অধিকার পরিষদ, জসিম উদ্দিন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, মোঃ একরামুল হক ভূঁইয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, শামসুদ্দিন মজুমদার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ,ইয়াকুব নবী ভূঁইয়া স্বতন্ত্র, মোস্তাফিজুর রহমান বাংলাদেশ খেলাফত মজলিস, মোহাম্মদ আবুল হোসেন বাংলাদেশ খেলাফত আন্দোলন, এসএম হুমায়ুন কোবির পাটোয়ারী স্বতন্ত্র, মোহাম্মদ ইসমাইল স্বতন্ত্র, সাইফুল করিম মজুমদার আমজনতার দল, তাইরুল ইসলাম ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, মোঃ হারুনুর রশিদ ভূঁইয়া বাংলাদেশ খেলাফত মজলিস মনোনয়নপত্র দাখিল করেছেন।
ফেনী-৩ (দাগনভূঞা ও সোনাগাজী) এ আসনেও ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমাদান করেছেন।উল্লেখ্যযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু এবং বিএনপি নেতা জামাল উদ্দিন সেন্টু।এছাড়াও জামায়াত মনোনীত ডা. মো. ফখরুদ্দিন মানিক,মোঃ সাইফুদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ, খালেদ মাহমুদ স্বতন্ত্র, মোঃ মাহবুবুল হক রিপন স্বতন্ত্র, মোঃ খালেদুজ্জামান পাটোয়ারী বাংলাদেশ খেলাফত আন্দোলন, মোহাম্মদ আলী খেলাফত মজলিস, মোহাম্মদ আবু সুফিয়ান জাতীয় পার্টি, মোহাম্মদ হাসান আহম্মেদ ইনশাল্লাহ বাংলাদেশ বিপ্লব বাংলাদেশ মনোনয়নপত্র জমা করেছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী ফেনী-১ আসনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আরও একজন মনোনয়ন জমা দিয়েছেন। এটি দলের অনুমতি নিয়েই হয়েছে। তবে নেত্রীর বিকল্প কেউ নেই, উনার অসুস্থতার জন্যই এমন সিদ্ধান্ত। দলের চেয়ারপারসন মাঠে না থাকলেও নির্বাচনী প্রচার-প্রচারণা চলছে।
এর আগে ফেনীর তিনটি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র ৪৫ জন। তার মধ্যে ফেনী-১ আসনে ১৩ জন, ফেনী-২ আসনে ১৬ জন ও ফেনী-৩ আসনে ১৬ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।
জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হক এ তথ্য নিশ্চিত করেছেন। তফসিল অনুযায়ী আজ সোমবার শেষ দিনে বিকাল ৫টা পর্যন্ত ৩৫ জন প্রার্থীরা মনোনয়ন জমা দিয়েছেন।