সন্দ্বীপে হাজার হাজার গর্ববতী মহিলা ও শিশু সম্প্রসারিত টীকা হতে বঞ্চিত
সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৩০ পিএম

সম্প্রসারিত টীকাদান কর্মসূচির আওতায় প্রাপ্ত টীকা হতে বঞ্চিত সন্দ্বীপের হাজার হাজার শিশু। শূর্ন্য থেকে আঠার মাস বয়সী শিশুরা ১০ টি রোগের প্রতিরোধক হিসাবে এই টীকাগুলো দিয়ে থাকে। জানা যায়  গত ২৯ শে নভেম্বর থেকে স্বাস্থ্য সহকারীগন তাদের বেতন গ্রেড উন্নয়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কর্মবিরতি পালন করে আসছে। এতে করে পুরো বাংলাদেশের ন্যায় সন্দ্বীপে ও হাজার হাজার শিশু টীকা থেকে বঞ্চিত।

শুধু তাই নয়, এই কর্মবিরতির কারনে গর্ভবর্তী মহিলাগন তাদের গর্ভকালীন টিটি টীকা হতে বঞ্চিত। এই বিষয়ে আলাউদ্দিন নামে স্থানীয় একজন লোকের সাথে আলাপকালে তিনি বলেন তার বাচ্ছার বয়স তিন মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত তিনি বাচ্ছাকে কোন টীকা দিতে পারে নাই। করিম নামে আরেকজন লোকের সাথে আলাপকালে তিনি বলেন তার স্ত্রীর নির্ধারিত সময় পার হয়ে গেলেও এখনও তিনি গর্ভকালীন টিটি টীকা দিতে পারে নাই। এতে করে  সন্দ্বীপে শিশুদের অভিভাবকগন খুবই চিন্তিত।

আরও পড়ুন : কাপাসিয়ায় ৪০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বর্তমানে অতিরিক্ত শিতজনিত ঠান্ডায় শিশুদের বিভিন্ন রোগের প্রকোপ বেড়ে চলছে অনেকে মনে করেন যদি সময় মত টিকা দেয়া হয় তাহলে এই সমস্যা কম দেখা যেত শিশুরা নিরাপদ থাকত।

এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানস বিশ্বাস বলেন স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি দিয়ে আন্দোলন করছে তাদের গ্রেড চেন্জ করে বেতন ভাতার জন্য তিনি আরো বলেন আমি বিশ নাম্বার কর্মকর্তা আর কি বলব সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চেষ্টা চলমান। আশা করি অতিদূত এটি সমাধান হবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft