বিপুল উৎসাহ-উদ্দীপনায় গাজীপুর-৪ থেকে জামায়াত প্রার্থী সালাউদ্দিন আইয়ুবীর মনোনয়নপত্র দাখিল
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী সালাউদ্দিন আইয়ুবী তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বাদ জোহর বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তামান্না তাসনীমের কার্যালয়ে এই মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সালাউদ্দিন আইয়ুবীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা আমির মাওলানা ফরহাদ হোসেন মোল্লাসহ স্থানীয় আলেম-ওলামা এবং দলের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী।
মনোনয়নপত্র দাখিল শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে সালাউদ্দিন আইয়ুবী বলেন, "আগামীর কাপাসিয়া হবে ইনসাফ, উন্নয়ন ও শান্তির জনপদ। আমরা জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং একটি বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে এই নির্বাচনে অংশ নিচ্ছি। কাপাসিয়ার মানুষ পরিবর্তন চায় এবং ইনশাআল্লাহ আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে তারা সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে।"
তিনি আরও বলেন, কাপাসিয়ার অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষিত যুবসমাজের কর্মসংস্থান সৃষ্টিতে তিনি বিশেষ পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চান। এ সময় তিনি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সালাউদ্দিন আইয়ুবীর মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে আজ দুপুর থেকেই কাপাসিয়া উপজেলা চত্বর ও আশপাশের এলাকায় জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে। নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
জ/দি