প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৪:১৮ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর সদর-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী প্রফেসর আবদুত তাওয়াব মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লার কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার আমির মোঃ বদর উদ্দিন, টিম অঞ্চল সদস্য শামসুল ইসলাম আল বরাটি, জেলা নায়েবে আমির আবু হারিস মোল্লা, সহকারী সম্পাদক এস এম আবুল বাশার, পৌরসভা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ রেজাউল করিম শামিম, মহানগর যুব কমিটির সভাপতি দেলোয়ার হোসাইনসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল করে প্রফেসর আবদুত তাওয়াব সাংবাদিকদের বলেন আমি মনে করি আমাদের দেশে অনেক বছর পরে নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনে জনগণের যে আশা-আকাঙ্ক্ষা, উদ্দীপনা, এটা আমি অত্যন্ত প্রবল ভাবে লক্ষ্য করছি। জনগণ ভোট দেওয়ার জন্য ব্যস্ত এবং তারা ভোট দিয়ে তাদের মতামত প্রকাশের জন্য ও পছন্দের প্রার্থীকে বিজয়ী করে নেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি।
জনগণ যদি আমাকে ভোট দিয়ে বিজয়ী করে তাহলে এই ফরিদপুরের যে উন্নয়নটা পিছিয়ে আছে বা বাধা গ্রস্ত হয়ে আছে সেগুলোর উন্নয়ন আমি করব ইনশাল্লাহ। পাশাপাশি আমি এই ফরিদপুরের চিকিৎসা খাতে যে অবহেলা আছে সেটা আমি দূর করার চেষ্টা করব। আমাদের ফরিদপুর অনেক পুরাতন জেলা হিসেবে শিক্ষার দিকে পিছিয়ে আছে, ফরিদপুরবাসী প্রাণের দাবি ছিল একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হবে সেটা আমরা করতে পারিনি। আমাদের ফরিদপুরে মাদকে ভরে গেছে। আমি এই মাদকের ব্যাপারে কিভাবে জিরো টলারেন্স হওয়া যায় সেই চেষ্টা ইনশাল্লাহ আমি করব।
আমি যদি জনগণের সহযোগিতা নিয়ে বিজয় লাভ করতে পারি তাহলে এগুলো বাস্তবায়ন করার পিছনে আমি জোরালো ভূমিকা রাখব এবং সকলের সহযোগিতা নিয়ে আমি সামনের দিকে এগোনোর চেষ্টা করব। সর্বোপরি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রশাসন ও জনগণের প্রতি আমি সহযোগিতা কামনা করছি।
জ/দি