প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৪:২৬ পিএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক নয়ন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ আরমান হোসেন (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত আরমান হোসেন কাপাসিয়া উপজেলার টোক নয়ন বাজার এলাকার হাসমত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টোক নয়ন বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিরস্ত্র) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল নয়ন বাজার বর্মন জুয়েলার্সের সামনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় আরমানকে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত আরমানের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেট থেকে দুটি জিপার প্যাকেটে মোট ৪০০ পিস গোলাপী বর্ণের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিজিটাল পরিমাপক যন্ত্রে উদ্ধারকৃত মাদকদ্রব্যের ওজন পাওয়া যায় ৪০ গ্রাম।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহীনুর আলম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জ/দি