ফরিদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমএম হোসাইনের মনোনয়নপত্র জমা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫, ৮:০০ পিএম আপডেট: ২৯.১২.২০২৫ ৮:০৮ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ (সদরপুর-চরভদ্রাসন-ভাঙ্গা)আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজমঞ্জিল পরিবারের সন্তান সাবেক সংসদ সদস্য মরহুম চৌধুরী আকমাল ইবনে ইউসুফের জামাতা বিশিষ্ট শিল্পপতি এমএম হোসাইন । 

আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান মোল্লার কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

আরও পড়ুন: ফেনী ৩টি আসেন ৩৫ জনের মনোনয়নপত্র দাখিল

এ সময় সাবেক সংসদ সদস্য মরহুম চৌধুরী আকমাল ইবনে ইউসুফের সহধর্মীনি চৌধুরী মাহফুজা ইউসুফ, মারিয়া ইউসুফ হোসেন, অ্যাডভোকেট বাশার হোসেন, মুন্সি রেজানুর রহমান, এনায়েত মুন্সী, শাহ আলম, শাহ জামাল সাহেবসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

মনোয়নপত্র দাখিল করে এমএম হোসাইন সাংবাদিকদের বলেন, আমি ফরিদপুর ৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। আমি চাই বর্তমান প্রজন্মকে ভবিষ্যতের সাথে তাল মিলিয়ে কিভাবে উন্নতির দিকে গিয়ে নিতে হয়। বিশেষ করে ভাঙ্গা একটি গুরুত্বপূর্ণ জায়গা। ভাঙ্গাকে উন্নয়নের অনেক সুযোগ রয়েছে। পাশাপাশি ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন এই তিনটি উপজেলার যে অসমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলোর বাস্তবায়ন করে মানুষের পাশে দাঁড়াতে পারি। যদি সুষ্ঠু নির্বাচন হয় আমি আশাবাদী ইনশাল্লাহ নির্বাচনে আমরা জয়লাভ করব।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   দেশজুড়ে   ফরিদপুর মনোনয়ন জমা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft