শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ২৯ অগ্রহায়ণ ১৪৩১
 

বাজারে কাটছে না সয়াবিন তেলের কৃত্রিম সংকট    ২৯ দিনে ভারত থেকে এলো ৩৫ হাজার ৪৩ টন চাল    দেশের অস্তিত্ব-সার্বভৌমত্ব নষ্ট করেছে শেখ মুজিব: সারজিস    সৌদিতে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৩ ডিগ্রিতে     ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র    দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে: রিজভী    দ্বিতীয় দফায় রক্ষা হলোনা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনের   
দশমিনায় বৃদ্ধার পায়ের রগ কেটে দেয়ার অভিযোগ
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৭:২৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৯:৫২ অপরাহ্ন

পটুয়াখালী দশমিনা উপজেলায় পূর্বশত্রতার জের ধরে এক বৃদ্ধার দুই পায়ের গোড়ালির রগ কেঁটে দেয়ার অভিযোগ উঠেছে বাব ও তার দুই ছেলের বিরুদ্ধে । 

ভুক্তভোগী মোঃ লাল মিয়া হাওলাদার (৫৫) বেতাগী সানকিপুর ইউনিয়নের ০৮ নং ওয়ার্ড বেতাগী সানকিপুর গ্রামের মৃত্যু ফয়জর আলী হাওলাদারের ছেলে। 

গতকাল শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৮টার দিকে ঘটনা ঘটে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড়গোপালদী গ্রামের লাল মিয়ার সাথে একই গ্রামের জাহাঙ্গীর মাতুবাবর এর সাথে জমিজমা নিয়ে বিরোধ । দশমিনা সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও নির্বাহী আদালতে মামলা করেন জাহাঙ্গীর মাতুব্বর। প্রতিটি মামলায় হেরে যায়। গত শুক্রবার সকালে লাল মিয়া হাওলাদার দেখে তার জমিতে কে বা কাহার গরু ধান খায় তিনি ধান ক্ষেত থেকে গরু তারিয়ে দিলে জাহাঙ্গীর মাতুব্বর ও তার দুই ছেলে রাকিব ও রাহাত সহ ৩-৪ জন লাল মিয়া হাওলাদারকে মাটিতে শোয়াইয়া এরোপাথারি কোপায়। তাহাতে লাল মিয়া হাওলাদারের ডান ও বাম পায়ের গোড়ালির রগ কেঁটে যায় ও পায়ের বিভিন্ন স্থানে কাঁটার ক্ষত হয়। 

স্থানীয়রা ডাক চিৎকার শুনে ঘটনা স্থলে এসে লাল মিয়া হাওলাদারকে উদ্ধার করে দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত লাল মিয়া হাওলাদারের ছেলে মোঃ রুবেল জানান, আমার বাবা আর কোন দিন হাটতে পারবেকিনা তা জানিনা। জমি-জমার সমস্যা অনেক আগেই সমাধান হয়েছে। আমার বাবাকে দশমিনা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে পাঠান। জাহাঙ্গীর মাতুব্বর ও তার দুই ছেলে আমার বাবাকে একা পেয়ে কুপিয়ে পায়ের গোড়ালির রগ কেঁটে গরুতর আহত করেছে। আমার বাবা সুস্থ হউক আমি আইনের আশ্রয় নিবো। 

অভিযুক্ত জাহাঙ্গীর মাতুব্বরের বাসায় আকাধিকবার গেলে পাওয়া যায়নি এবং তার ব্যক্তিগত মোবাইলে ফোন বন্ধ পাওয়া যায়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, ঘটনার বিষয় শুনলাম। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft