প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৪:৩৯ অপরাহ্ন
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। প্রক্টর দফতরের তত্ত্বাবধানে একাডেমিক ভবনের মাঠ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেন উপাচার্য ড.হোসেন উদ্দিন শেখর ও উপ উপাচার্য ড.সোহেল হাসান। এসময় প্রক্টর ড.আরিফুজ্জামান রাজীব ,সাবেক প্রক্টর ড.কামরুজ্জামান, আশিকুজ্জামান ভুইঁয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোরাদ হোসেন, শিক্ষক সমিতির সভাপতি মো: ফায়েকুজ্জামানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা অভিযান শুরুর পর উপাচার্য ড.হোসেন উদ্দিন শেখর বলেন,পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি স্বাভাবিক কর্মপ্রক্রিয়ার সাথে সাথে বিশেষ ভাবে মাসে একদিন পরিচালিত হবে। আমরা একটা পরিচ্ছন্ন ক্যাম্পাস চাই।
পরিচ্ছন্নতা অভিযান শুরুর পূর্বে উপাচার্য ড.হোসেন উদ্দিন শেখর প্রশাসনিক ভবনের সামনে থেকে একাডেমিক ভবন পর্যন্ত ঘুরপথে সংক্ষিপ্ত শোভাযাত্রায় নেতৃত্ব দেন।