শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ২৯ অগ্রহায়ণ ১৪৩১
 

বাজারে কাটছে না সয়াবিন তেলের কৃত্রিম সংকট    ২৯ দিনে ভারত থেকে এলো ৩৫ হাজার ৪৩ টন চাল    দেশের অস্তিত্ব-সার্বভৌমত্ব নষ্ট করেছে শেখ মুজিব: সারজিস    সৌদিতে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৩ ডিগ্রিতে     ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র    দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে: রিজভী    দ্বিতীয় দফায় রক্ষা হলোনা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনের   
হত্যা-ডাকাতিসহ ভিন্ন ভিন্ন মামলায় গ্রেপ্তার ৩২
খন্দকার হানিফ রাজা
প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৮:২২ অপরাহ্ন

দেশের বিভিন্ন স্থানে হত্যা, ডাকাতি ও মাদক কারবারসহ অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে।

জানা যায়, রাজধানীতে মাদকদ্রব্য বহন ও সেবনের অপরাধে ১২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

গত শুক্রবার সকাল ৬টা থেকে গতকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৯৭ পিস ইয়াবা, ৩৪০ গ্রাম গাঁজা, এক বোতল ফেনসিডিল ও ২৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা-৬ (সদর) আসনের সাবেক এমপি সদস্য আ ক ম বাহার উদ্দিন বাহারের ভাতিজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত দুইজন হলেন- সাবেক এমপি বাহারের ভাতিজা হাবীবুস সায়েরিন সায়ের। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক। অন্যজন কুমিল্লা মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হানিফ মিয়া।

আজ শনিবার কুমিল্লার ঝাউতলা ও কান্দিরপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

কুমিল্লার কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। আইনিপ্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

লক্ষীপুরে অষ্টম শ্রেণির ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. ওমর ওরফে রাহিম (২০)। তিনি লক্ষীপুরের কমলনগর থানার চরলরেন্স ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরলরেন্স গ্রামের মো. জাকের হোসেনের ছেলে।

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জমিদারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১ (সিপিসি-৩)-এর নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ। 

তিনি বলেন, ভুক্তভোগী স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। ছাত্রীটি মাদ্রাসায় যাওয়া-আসার পথে ওমর রাহিম তাকে উত্ত্যক্ত ও প্রেম নিবেদন করত। বিষয়টি সহ্য করতে না পেরে রাগে-ক্ষোভে ছাত্রী একটি চিরকুট লিখে গত ২৩ আগস্ট দুপুরে ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় নিহত ছাত্রীর মা বাদী হয়ে লক্ষীপুরের কমলনগর থানায় মামলা করেন। তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির গেটের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে দুইজনকে আটক করেছে পুলিশ। আটক দুজন হলেন মহিউদ্দিন হৃদয় (৩৮) ও রাসেল (৪২)।

গত শুক্রবার বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রতিবাদ সমাবেশে অতর্কিত হামলার প্রতিবাদে গতকাল শনিবার জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলন চলাকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির গেটের বাইরে বিশৃঙ্খলার দায়ে দুইজনকে আটক করে পুলিশ। 

একদল ব্যক্তির বিক্ষোভের মুখে ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী মাঝপথে বন্ধ হওয়ার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির সামনে সমাবেশ করছিলেন নাট্যকর্মীরা। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ওই প্রতিবাদ সমাবেশ চলাকালে সেখানে ডিম ছুড়ে মেরেছেন অজ্ঞাতনামা কয়েকজন। এ ঘটনার প্রতিবাদে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের পক্ষ থেকে আজ শনিবার জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়।

ভেতরে যখন সংবাদ সম্মেলন চলছিল, সেই সময় শিল্পকলা একাডেমির বাইরে বেশ কয়েকজন যুবক মিছিল ও প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। সে সময় পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। পরে সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করে। 

ছাত্র আন্দোলনে নয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার আসামি হবিগঞ্জের বনিয়াচং উপজেলা যুবলীগ সভাপতি মো. রেখাছ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার দুপুরে উপজেলা সদরের যাত্রাপাশা মহল্লা থেকে বানিয়াচং থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। রেখাছ মিয়া যাত্রাপাশা মহল্লান মৃত লাল মোহাম্মদের ছেলে ও দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।

এ প্রসঙ্গে বানিয়াচং থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, ছাত্রআন্দোলনে নাইন মার্ডার মামলায় রেখাছ মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে থানা থেকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুলিশের গুলিতে ঘটনাস্থলে চারজনসহ সাতজন নিহত হন। তখন চিত্র ধারণ করতে গেলে বিক্ষুব্ধরা এক সাংবাদিককে পিটিয়ে হত্যা করে। মোট মৃতের সংখ্যা হয় নয়। এরপর বিক্ষুব্ধ জনতা থানার এসআই সন্তোষ চৌধুরীকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করে। পরদিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ আরেক জনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত নয়জনের পরিবারের পক্ষ থেকে ও এসআই সন্তোষ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুটি আলাদা মামলা করা হয়।

মেহেরপুরের আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ তিন জনকে গ্রেপ্তার করেছে মেহেরপুর পুলিশ। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও অন্যান্য মালামাল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রাজবাড়ি জেলার পাংশা উপজেলার সেনপাড়া কালিতলাপাড়া এলাকার ডাকাত দলের সর্দার মো. আলতাফ মণ্ডল (৫৩), চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বড়বোয়ালিয়া গ্রামের ডাকাত সর্দার রমজান আলী ও ডাকাতদলের অন্যতম নেতৃত্বস্থানীয় ডাকাত চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মো. আসাদুল ইসলাম ওরফে শরিফুল ইসলাম।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে মেহেরপুর পুলিশ সুপার (এসপি) মাকসুদা আকতার খানম এ তথ্য নিশ্চিত করে জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় গাংনী থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও মেহেরপুর জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল পৃথক যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।  

বরিশালের পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি আবাসিক হোটেলে আত্মগোপনে থাকা জেলার গৌরনদী পৌরসভার দুইজন কাউন্সিলরসহ ছাত্র ও যুবলীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, গৌরনদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ছাত্রলীগ নেতা সাখাওয়াত হোসেন সুজন, ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর ছাত্রলীগের সভাপতি মিলন খলিফা, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রিন্স রোনাল্ড ব্যাপারি, পৌর যুবলীগের সদস্য এইচএম টিপু ও সাকিব হোসেন।

গত শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

গত ৫ আগস্টের পর থেকে তারা নিজ নিজ এলাকা ছেড়ে বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ প্রসঙ্গে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা সবাই গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হারিছুর রহমানের অনুসারী।

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় প্রতারণা মামলায় সাড়ে ৩ কোটি টাকার জরিমানাসহ ১০ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাজী মো. মজিবুর রহমানকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার রাত ৯টার দিকে এসব তথ্য নিশ্চিত করে আশুলিয়া থানার এএসআই মো. ফিরোজ মিয়া জানান, শনিবার দুপুর ২টার দিকে আশুলিয়ার জিরানী এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হাজী মো. মজিবুর রহমান গাজিপুর জেলার সদর থানার কোনাপাড়া মাধবপুর এলাকার হাজী মো. রমজান আলীর ছেলে। তিনি এমএস রিয়াল রাতুল এবং রিহান স্যানেটারির মালিক।

পুলিশ জানায়, গ্রেপ্তার মজিবুর রহমানের বিরুদ্ধে প্রতারণা (এনআই এক্ট) মামলায় সাড়ে ৩ কোটি ৫০ টাকা জরিমানাসহ ১০ মাসের সাজা দিয়েছেন আদালত। এ মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেন আদালত। 

গতকাল শনিবার আশুলিয়ার জিরানীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

নারায়ণগঞ্জের যুবদল নেতা আনু হত্যার ঘটনায় ২ আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত রাসেল মাহমুদকে ২ দিনের ও পাপিয়া আক্তার পান্নাকে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। রাসেল ফতুল্লা থানা স্বেচ্চাসেবক দলের সদস্য সচিব।

গত শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (পিবিআই) মো. মোস্তফা কামাল রাশেদ।

এর আগে বৃহস্পতিবার রাজধানী ঢাকার শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করলেও শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পিবিআই। 

পিবিআই জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার শাহবাগ এলাকা থেকে রাসেল মাহমুদ ও পাপিয়া আক্তার পান্নাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত ২৬ আগস্ট রাতে শহরের মাসদাইর শেরে বাংলা রোডের কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন সেঞ্চুরী হেলেনা এপার্টমেন্টের নিচে লিফটের খালি জায়গায় জমে থাকা পানিতে ভাসতে দেখা যায় সাবেক যুবদল নেতা আনোয়ার হোসেন আনুর লাশ। এর আগে দুপুর থেকে নিখোঁজ ছিলেন তিনি। হেলেনা কটেজ এর ৯ম তলার ভাড়াটিয়া ছিলেন তিনি। নিহত আনোয়ার হোসেন আনু নাসিকের ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মনিরুজ্জামান মনিরের ছোট ভাই এবং মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি।

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার একাধিক মামলার আসামি বাড়বকুন্ড ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদাকাত উল্লাহ মিয়াজীকে গ্রেপ্তার করা হয়েছে।  

গত শুক্রবার সন্ধ্যায় নগরের পাহাড়তলী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান জানান, সীতাকুণ্ড আওয়ামী লীগের নেতা সাদাকাত উল্লাহ মিয়াজীকে নগরের পাহাড়তলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft