শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪ ২৯ অগ্রহায়ণ ১৪৩১
 

বাজারে কাটছে না সয়াবিন তেলের কৃত্রিম সংকট    ২৯ দিনে ভারত থেকে এলো ৩৫ হাজার ৪৩ টন চাল    দেশের অস্তিত্ব-সার্বভৌমত্ব নষ্ট করেছে শেখ মুজিব: সারজিস    সৌদিতে তাপমাত্রা নামতে পারে মাইনাস ৩ ডিগ্রিতে     ভারতকে ‘অসহযোগী’ দেশ ঘোষণা করলো যুক্তরাষ্ট্র    দেশে বিরাজনীতিকরণের প্রয়াস চলছে: রিজভী    দ্বিতীয় দফায় রক্ষা হলোনা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনের   
সোনারগাঁয়ে ১৭ মামলার আসামি গ্রেপ্তার
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪, ৭:১৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ১৭ মামলার আসামী ডাকাত সর্দার সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকায় যাত্রীবাহি যানবাহনে ছিনতাইকালে তাকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপার্দ করে। শনিবার তাকে ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করে। গ্রেপ্তারকৃত সাদ্দাম উপজেলার হাবিবপুর গ্রামের মো. মোজাম্মেল হোসেনের ছেলে। 

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন যানবাহনে ডাকাত সর্দার সাদ্দামের নেতৃত্বে ১০-১৫জনের একটি ডাকাত দল ডাকাতি সংঘটিত করে আসছে। সম্প্রতি জামপুর ইউনিয়নের কলতাপাড়া এলাকায় ডাকাতিকালে ডাকাত সর্দার সাদ্দাম হোসেন ও তার সহযোগী মো. শাহ পরানকে পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। গত বুধবার সাদ্দাম হোসেনে জামিনে বের হয়। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকায় যাত্রীবাহি মাইক্রোবাসে ছিনতাইকালে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপার্দ করে। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়। আটককৃত সাদ্দামকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করে।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেন ডাকাত সর্দার। তার নেতৃত্বে একাধিক ডাকাত দল মহাসড়ক ও বাসা বাড়িতে ডাকাতি ও ছিনতাইয়ে ঘটনা ঘটায়। যাত্রীবাহী মাইক্রোবাসে ছিনতাইকালে তাকে আটক করে স্থানীয়রা। তাকে ডাকাতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে ১৭টি ডাকাতি, ছিনতাই ও মাদক মামলা রয়েছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft