মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪ ১১ অগ্রহায়ণ ১৪৩১
 

২০১ রানের বড় হার বাংলাদেশের    চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে    অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল    অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চাইলেন ফরহাদ মজহার    সরকারের সঙ্গে একযোগে কাজ করতে হবে : শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা    সমগ্র বিশ্বের শ্রেষ্ঠ দৃষ্টিনন্দন ১০ মসজিদ    ধৈর্য্য ধরুন, উসকানিতে সাড়া দেবেন না: উপদেষ্টা আসিফ   
চলতি মাসেই ডেঙ্গুতে মৃত্যু দেড়শ ছাড়িয়েছে
অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪, ৭:১৮ অপরাহ্ন

চলতি নভেম্বর মাসেই সারাদেশে মশাবাহিত ডেঙ্গু রোগে মৃতের সংখ্যা দেড়শ ছাড়িয়ে গেছে। আর মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ১০ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। মশাবাহিত এই রোগে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৭১ জন। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে যারা মারা গেছেন, তাদের ১৫৬ জনের মৃত্যু হয়েছে চলতি নভেম্বর মাসে। অক্টোবর মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৯০ জন রোগী। তাতে এ বছর ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮৮ হাজার ৭১৫ জন। যে ১০ জন মারা গেছেন, তাদের মধ্যে বরিশাল বিভাগ এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন করে মোট ছয় জন মারা গেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২ জন, চট্টগ্রাম বিভাগে একজন এবং ঢাকা বিভাগে একজন করে মোট চার জনের মৃত্যু হয়েছে।

নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৪৫ জন, ঢাকা বিভাগে ২১৫ জন, ময়মনসিংহে ৩৮ জন, চট্টগ্রামে ১০৩ জন, খুলনায় ১৪৬ জন, রাজশাহী বিভাগে ৫৯ জন, রংপুর বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ৮১ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৪ হাজার ৭২২ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৫২২ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৩৭৩ জন; আর ২১৪৯ ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৩ হাজার ১৭০ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৫৪৫ জন।

চলতি বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল। নভেম্বরের ২৬ দিনে ২৬ হাজার ৮৯৮ জন রোগী ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ১৫৬ জনের। স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয় এবং সর্বোচ্চ ১৭০৫ জনের মৃত্যুও হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ডেঙ্গু   জ্বর   মৃত্যু   আক্রান্ত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো. আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172. বাণিজ্যিক বিভাগ : +8801868-173008, E-mail: dailyjobabdihi@gmail.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft